'সোনালি কাবিন' আমি লিখতে পারব না
অতোটা ইতিহাস জানা নেই,
বিদ্রোহও আসেনা আমার যে
বিদ্রোহী হবো নজরুলের মতো।
ইনিয়ে-বিনিয়ে রবীন্দ্রনাথ যদিও আবৃত্তি করতে পারি
কিন্তু তোমাকে মুগ্ধ করা যাবে-
এ বিশ্বাস আমার নেই।
তোমায় নিয়ে অক্ষয় কিছু শব্দ বুনে মুগ্ধতা ছড়াবো
কিন্তু জানোই তো তুমি-
আমার শব্দের ভাঁড়ারেও কেমন থমথমে শূন্যতা।
আমার আড়ষ্ট কলমে অতোটা শ্রম নেই যে
হুট করে লিখে দেবো একটা গোটা
প্রেমের কবিতা।
অতো কাব্য করতে পারবো না তোমায় নিয়ে
শুধু মাঝরাতে পাশ ফিরে শুলে
রাঙা ঠোঁটে ঢেলে দেবো অজস্র চুম্বন।