ইচ্ছেদেবী এসেছিলেন কাল রাতে
যেচেপড়ে তিনটি বর দিতে চাইলেন;
বললেন, ‘কি চাই তোমার?’
আমার কি আর কিছু অভাব আছে-
ঘরভর্তি চাঁদের আলোয় ঘুমুতে যাই,
সকালে পাখির ডাকে ঘুম ভাঙে;
আর টুকটাক শব্দ বুনে কেটে যাচ্ছে আমার সাদাকালো দিনগুলো।
তবে ইদানিং কবিতা আসছে না কলমে।
বললাম, ‘কবিতা ফিরিয়ে দিন’
দেবী প্রসন্ন হাসি হাসলেন। বললেন, ‘কি চাই তোমার?’
আমি আবার কী চাইবো!
কার জন্যে চাইবো? আমার কি কেউ আছে!
এক তুমি ছিলে ...
তবে হয়েছে কি! আজকাল কবিতা আসছে না কলমে
বললাম, ‘কবিতা ফিরিয়ে দিন’
দেবী মাথা নাড়লেন।
কিন্তু করলেন আবারো সেই একই প্রশ্ন
বললেন, ‘কি চাই তোমার?’
আমি আর কি চাইবো বলো!
একবার ইচ্ছে হলো তোমাকে চাই।
আবার সংকোচ হলো;
তুমি কি আর আমাকে এখনো... যাকগে,
ইদানিং হয়েছে কি জানো; একটা কবিতাও আসছে না কলমে।
বললাম, ‘কবিতা ফিরিয়ে দিন।’
ইচ্ছেদেবী কিছু না বলেই আচমকা চলে গেলেন।
আর কি আশ্চর্য দ্যাখো, এই সাতসকালে দরজা খুলতেই তুমি।
কেমন আছো কবিতা?