অনেক দিন হলো
তোমাকে বলা হয়নি
গ্রীষ্মের দুপুরে হঠাৎ ছুয়ে যাওয়া
এক চিলতে ঠান্ডা হাওয়া,
টিপটিপ বর্ষায় সবুজ পাতার আড়ালে
দেখা একগুচ্ছ কদম,
অথবা
বিকেলের শরত-আকাশে ভেসে যাওয়া
টুকরো টুকরো মেঘের খেলা,
নয়তো হেমন্তের সোনালি ফসল আর
বসন্তের মিষ্টি রোদে ভরা রঙিন সকাল;
তোমার নরম শীতল কন্ঠের উষ্ণতার
কাছে সেই যে একদিন সবই তুচ্ছ আর বিবর্ণ হয়েছিল;
সময়ের এত পথ শেষে আজও তারা আর
হারানো সে আসন ফিরে পেলো না!
অনেক অনেক দিন হয়ে যাবে তবুও,
তোমাকে এর কিছুই আর বলা হবে না ।
(অনেক দিন হলো, ডি মুন, ১৮/০৫/২০১৩, রাত ১২;২৯)