চেয়ে দেখি
দোয়েল বুলবুলি টিয়া নয়
আমার আকাশে আজ উড়ে যায়
কালো কদর্য কর্কশ কাক,
অসহ্য অন্ধকার বয়ে নিয়ে
ঘুরে ঘুরে বারবার ফিরে আসে
হৃদয়কে অন্ধকারে ঢেকে দিতে
তার কর্কশ চিৎকারে;
চেয়ে দেখি
হাসনাহেনা, রজনীগন্ধা, শিউলি নয়
আমার বাগানে ফুটে আছে অজস্র ধুতুরা,
বিষাক্ততায় ভরে গেছে আমার নিঃশ্বাস
ফুসফুসে গাঢ় অন্ধকার
জমাট বেধেছে আজ;
চেয়ে দেখি
পুর্নিমা-চাঁদ নেই রাতের আকাশে
জোসনার অবগাহন নেই,
অমাবস্যার কালোতে
ছেয়ে গেছে হৃদয়ের অলিগলি
আমার হৃদয় আর জাগে না
আমার মন আর জাগে না !
আজ নির্জীব নিস্তব্ধ সমস্ত রাত;
অন্য কোন পাখি নেই আকাশে
অন্য কোন ফুল নেই বাগানে
কোন চাঁদ নেই মাথার উপরে,
আমি যা কোনদিন চাই নি
আমি যা কোনদিনও চাই না
সেই অন্ধকারে ডুবে গেছে মন
এ কেমন জীবন !
(কালো অন্ধকার, ডি মুন, ২৬/০৫/২০১৩, ২২;০৩)