ধর যদি কাল সকালে ঘুম ভেঙে দেখো পৃথিবীটা আর নেই,
শুধু তুমি আর আমি ভেসে বেড়াচ্ছি অসীম শূন্যে।
তবে কি একটা সাদামাটা প্রেমের গল্প লিখতে বসবে
শুধু তোমার আর আমার জন্যে?
খুবই সাধারণ সেই কাহিনিতে রাখবো না কোন পিছুটান,
থাকবে না কোন ব্যবধান
শুধু সেই শূন্যতায় ভেসে ভেসে,
তুমি আমাতে, আর দুজনে শূন্যতে যাব মিশে,
চোখ মেলে অন্ধকার দেখবো না সে দিন, চোখ বুজলেই যে আলোর দেখা।
দুই হৃদয়ের ক্ষেত্রফল যোগ করবো, অতঃপর গড়বো সেই অসীম রেখা।
যে রেখা গিয়েছে পথিক শুন্য দিগন্তের পথে,
মিলেছে স্বর্গ আর নরকের সাথে,
সেই স্বর্গ মর্ত্য চিরে বিদ্রোহী হবো
বাজাবো অগ্নিবীণা
মোরা একই বৃন্তে দুটি ফুল হবো
ভুলে পাপ, মৃত্যু , ঘৃণা।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৬:২৩