যদি আরেকটা জনম হয়
তবে তুমি কিন্তু ঐ বড় দিঘিটার শান্তু জলধারা হবে,
আমি প্রতিদিন গোধূলির লাল সূর্য হয়ে তোমার কপালে টিপ পড়িয়ে দিয়ে যাব
তুমি না হয় একটু লজ্জা পেয়ে
কয়েকটা লাল পদ্ম দিয়েই মুখ ঢেকে নিও।
পূর্নিমার আলোয় তোমাকে যে অপূর্ব দেখাবে তার লোভে যদি চাদ হয়ে আসি,
সাদা রাজ হাসের পাখায় যদি লিখে দি কতটা ভালোবাসি
গাই যদি গান পাখির কন্ঠে
কষ্ট হবে বটে, তবু তুমি মন দিয়ে সে গানের কথা বুঝে নিও।
যেদিন তোমার একা লাগবে
মাছরাঙা হয়ে উড়ে যদি যাই সঙ্গ দিতে
ভারী তুফানে ভরা মাঝরাতে
মেঘের গর্জনে ভয় পেয়ে যাও যদি
জানি ইতস্তত লাগবে একটু, তবু আমায় বুকে টেনে নিও
বৃষ্টির ঐ ফোটা হয়ে এস
যদি মিশে যেতে চাই তোমার সাথে
দুষ্টু ঐ মাছের ঝাকের সাথে মিশে
যদি শিহরণ তুলি তোমার কোমরের বঁাকে
তুমি না হয় সেদিন তবে
একটু উত্তাল হয়েই বয়ে যেও
যাও যেথা খুশি
লও না যে বেশ-ই
শুধু হারিয়ে যাবার সময় আমায় সঙ্গে নিও।