প্রিয়তমেষু,
বেশ জানান দিয়ে আজ চালু হচ্ছে পদ্মাসেতু,তবু; আজকে আমার মন ভালো নেই।।
রকেট ভাড়া করে মঙ্গলগ্রহে যেতে পারতাম না তাই উড়ো চিঠি লিখে দিলাম তোমার তরে,
খুজে নিও প্রিয় যদি কভু এ অধমে মনে পড়ে।
তোমার জন্মের মধ্যে দিয়ে যে ভিত্তিপ্রস্তর স্থাপন বিধাতার,
হৃদয় দিয়ে তাহা করিব নির্মাণ এ আমার নির্বাচনী ইশতেহার।
আসুক না বিশেষ কোন ব্যক্তি তোমার জীবন, থাকুক যতই বিরোধীদলীয় ষড়যন্ত্র, তবু
৫ ফুট ২ ইঞ্চির ঐ ইমারতে করিব প্রতিষ্ঠা আমার একক আধিপত্য।
আজ আমি বিদ্রোহী আজ আমি প্রেমিক,
খরস্রোতা তোমার মনের গভীরে আজ আমি পাইল আর পিলার বসানোর শ্রমিক।
কালবৈশাখীর কালো মেঘের মত
ঐ কোকড়ানো চুলের ঢেউয়ে,
ভাসিয়ে নিয়ে যাও যদি
করো যদি মোরে বাস্তুহারা
তোমার কোমড়ের ঐ সেতুর বাঁকে ঠিক আটকে যাব,
উপায় কি তখন উদ্ধার ছাড়া?
ওগো স্রোতস্বিনী জানি তুমি সর্বনাশা,
কিন্তু আমিও তো অভদ্র পল্লীর কুবের মাঝি
কেমনে থামাই ভালোবাসা?
উড়িয়ে দিলাম এই উড়োচিঠি আজ নিকোটিনের ধোঁয়ায়,
১০০ বছর নয় আজীবন গাথা থাকবে তোমার ভালোবাসার মায়ায়।
ইতি,
চোরাবালি