জানালা দিয়ে চাঁদ দেখে দেখে সেই ছোট বেলায় ই চাঁদটার প্রেমে পড়েছিলাম জানো? কত সুন্দর বলো!
আমার না খুউউব ইচ্ছে করতো, আরো কাছ থেকে দেখতে।
হটাৎ একদিন! বই পড়ে জানতে পারলাম যে, মানুষ নাকি চাঁদে যেতেও পারে!! এমনকি তাকে ছুয়েও দেখতে পারে!
ব্যাস, সেদিন থেকেই মনে গেথে গেলো, আমাদের স্বপ্ন সত্যিও হয়।
তাই স্বপ্ন দেখতে শিখলাম।
ছোটবেলায় মাকে প্রশ্ন করতাম,
মা, আমি আরও কত বড় হবো? ক্যালেন্ডারের ঐ পাহাড়ের সমান হবো?
এত্ত বড় হলে তো আকাশে বেধে যাব!! আর তখন যদি মাথায় গুতো লেগে আকাশটা ভেঙ্গে পড়ে যায়!! তখন কি হবে??
মা বললেন, আকাশটা নাকি অসীম!
"এর কোন শেষ নেই বাবা, তাই তুই যত্ত খুশি বড় হতে পারো কোথাও ঠেকে যাবি না আরও আকাশটাকে সুন্দর করে দেখতে পারবি।
ব্যাস, আমার বড় হতে আর কোন মানা রইলো না।
এরপর যখন প্রথমবার নদী দেখলাম,
আমি কি বোকা শোন, আমি না রীতিমতো খুজতে শুরু করে দিলাম, যে এটা কোথায় গিয়ে শেষ হয়েছে
এসব ম্যাপ-ট্যাপ তো বুঝতাম না তখন তাই বাবা বললেন,
এই নদীটা এই পথ ধরে বহু দূর অব্দি নাকি গেছে, আমার মামা বাড়ির থেকেও দূরে!!
কিন্তু আরো অবাক হলাম যখন বাবা বললেন,
এর থেকেও নাকি বড় নদী আছে তাকে সমুদ্র বলে।
সেটা নাকি এতই বিশাল যে তার কাছে আমরা বালি কণার মত!!
সেটাকে দেখে শেষ ই করা যায় না!!
এটা যেমন অপূর্ব সুন্দর তেমনি নাকি ভয়ংকরও
আর কারো যদি মন খারাপ হয় তাহলে নাকি ঢেউ এসে সেই মন খারাপ নিয়ে চলে যায়
আর বললেন, তুই যে ভীতুর ডিম তুই গেলে শুধু ভয়টা-ই পাবি অন্য কিছু অনুভব করতে পারবি না।
তাই কখনো গেলে কাউকে সাথে নিয়ে যাস খোকা।"
জানো তো আজ আমি স্বপ্ন দেখতে শিখেছি, বড় হতেও আর আমার কোন ভয় নেই কিন্তু,,,
আজ আমার মন টা অনেক খারাপ
মিতা,
আমাকে সাগরের ঢেউয়ের কাছে নিয়ে যাবে?
আমি একাই যেতাম কিন্তু বাবা মানা করেছিল,
একা না যেতে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২১ বিকাল ৪:৪২