শব্দহীন কান্না ,বুকের বাম পাশ টার কষ্ট, দূরে থাকার আর্তনা
সাধ আছে সামর্থ নেই
এক গুচ্ছ ভালো লাগার কুঁড়ি
একটা সুখের স্তবক আর খানিকটা ভাল থাকার যাতনা
বাহিরে পাথর ভিতরে লুকিয়ে রাখা ঝর্ণা
খেলার ছলে ভাসিয়ে দেওয়া কাগজের নৌকায় প্রাণ
পাখির পাখায় ভর দিয়ে উড়ে যেতে চাওয়া
নাটাইয়ের সুতা ছেড়ে দিয়ে লাভ হয়না কোন
খরার মৌসুমে শুধুই অবেলার বন্যা
তীর্থের কাকের সময় পরিবর্তনের ভয়
কাটার ঝোপে লুকিয়ে থাকা প্রাণ
রক্তার্ত ডুমুরের ফুলে উড়ে বেড়ানো
বিষের খোঁজে থাকা ভ্রমরের প্রণয়
ঠিকানহীন পথিকের আশা অবাধ্য ভালোবাসা
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬