সচেতন মানুষকে দেশের অবস্থা আর নতুন করে বলতে চাচ্ছি না। মাুনষ হারে হারে টের পাচ্ছে আওয়ামীলীগ কি জিনিষ। দেশের বড় বড় ঘটনার আড়ালে চাপা পরে যাচ্ছে অসহায় মানুষের আহাজারি। আওয়ামী বাকশালীরা আবার তাদের পুরোনো চেহারায় ফিরে এসেছে। প্রতিদিন দেশের প্রায় সকল পত্রিকায় এসব বাকশালীদের অপকর্ম ছাপা হচ্ছে। অসহায় বুদ্ধ কৃষকের ক্ষেত নষ্ট করছে। তাদের জমিজমা দখল করে তাদের বাগি ছাড়া করছে। চায়ের দোকানের কর্মীকে ক্ষমতার দাপটে গায়ে গরম পানি ঢেলে দিচ্ছে। বাড়িঘর লুটপাট করছে। অগ্নিসংযোগ করছে।
আমরা এখন দিনরাত মিলে মাত্র ১২ ঘন্টা বিদ্যুত পাচ্ছি। আর গ্রামের মানুষ পাচ্ছে মাত্র ৪-৫ ঘন্টা।
দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় বন্ধ। অন্যগুলোও চলছে আতঙকের মধ্যে। এরা শুধু অন্যদলকে মেরেই শান্তি পাচ্ছে না নিজেদের ভাইদেরও হত্যা করছে। আহারে একটা ডাক্তার কে মেরে ফেলল। ধিক তোমাদের হে পশুর দল। জাবিতে নামাজ পড়া বন্ধ করতে হচ্ছে ছাত্র দের। নামাজ পড়লেই তাকে শিবির সন্দেহে জিজ্ঞাসাবাদ করার নামে চলছে অমানুষিক নির্যাতন। যা মিডিয়ায় আসছে না।
পিলখানা ঘটনায় আওয়ামীলগ নেতা তোরাব আলি ও তার ছেলে লিটনের খবর সবাই জেনে গেছে। এখন সরকার এই খবর ধামা চাপা দেবার জন্য দেশেল সনাম ধন্য ক্লিন ইমেজের একজন সিনিয়র আইনজীবীকে জিজ্ঞাসাবাদের নামে হেনেস্তা করছে। যদিও সরকার ব্যার্থ হয়েছে। সুপ্রিম কোর্ট আজ সরকারের আপিল খারিজ করে তাকে হয়রানি না করার নির্দেশ দিয়েছে। এর আগে এই আইন জীবীই মাদ্রাসা ছাত্রদের ঢাবিতে পড়া-লেখার অধিকার প্রতিষ্টিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়ে বিজয়ী হয়েছিল।
জঙ্গি জঙ্গি করে দেশেল অর্থনীতি ধংস করে দিচ্ছে সরকার। তারা সব কিছুতেই সমাধান না পেয়ে ব্যর্থ হয়ে জঙ্গিদের উপর দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করছে।
তারা হিযবুত তাহরীরের নেতা কমীর্দের বিনা কারণে ধরপাকর করছে।
মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামে কটুক্তি করছে। তার মুরাল ভেঙ্গে অপসারণ করা হয়েছে। এখন তারা বলছে জিয়া নাকি মুক্তিযুদ্ধই করেনি। আর কয়দিন পর শুনবো শেখ মুজিবুর রহমান স্বয়ং মুক্তিযুদ্ধ করে বাম হাতে গুলি খেয়েছিলেন।
সকল সরকারী কাজে এরা জোড় পূর্বক টেন্ডার সাবমিট করে সেই কাজ বাগিয়ে নিচ্ছে।
আবার শুরু হয়েছে গ্রাম গঞ্জের সেই দুই সের চাল একসের আলু ছিন্তাই। এই বাকশালীরা যে খোনে আছে যতটুকু পারছে অপকর্ম করা শুরু করেছে।
এদেশেল মানুষ কি বুঝতে শিখবে না???
হে আল্লাহ তোমার এ যমিনে যারা নামাজ আদায় করতে আজ ভয় পাচ্ছে যাদের জন্য তাদের বিচার তোমার উপর ছেড়ে দিলাম। এদেশের মাুনষকে বিবেক বুদ্ধি দাও। এরা ভালকে ভাল জানুক আর মন্ধকে পরিহার করুক।
ব্যরিষ্টার রাজ্জাক কাহিনীতে সরকার ব্যার্থ হলো