অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে , গত ৭ তারিখ রাতে আমার ল্যাপটপের একটা ড্রাইভ ইন্তেকাল করলো। আমি বুঝে উঠার আগেই, আমকে বোঝার কোন সুযোগ না দিয়েই আমার ৩২ জিবি ডাটা হারিয়ে গেলো।
মুভি দেখতে দেখতে হঠাৎ করে আটকে যেতে থাকলো। এরপর উইন্ডোজ এক্সপ্লোরার হ্যাং...
যথারীতি শাটডাউন দিলাম কিন্তু...... সারা রাতেও শাটডাউন হলোনা......... ৮ ঘন্টা ধরে লগ অফ দেখাচ্ছে
এরপর ভাব্লাম উইন্ডোজ সেটাপ দেই......
কিন্তু সেটাপ দিতে গিয়ে দেখি ড্রাইভ ইনফরমেশনে আমার E ড্রাইভে কিছুই নেই... পুরা ফাকা দেখাচ্ছে...... মাথা তো খারাপ হওয়ার যোগার...
সেটাপ দেয়া বাদ দিয়ে দিলাম... উবুন্টু ইনসাইড উইন্ডোজ ছিলো...
রিস্টারট দিয়ে...
উবুন্টু চালালাম ...... একই অবস্থা........... অই ড্রাইভে ধুক্তে গেলেই হ্যাং
শেষে উইন্ডোজ ৭ ইন্সটল দিয়ে ডিস্ক ম্যানেজমেন্ট থেকে পার্টিশন করলাম...।
এখনো অই অবস্থায় ই আছে... ডাটা গুল কিভাবে উদ্ধার করবো বুজতে পারছিনা.....
দয়া করে কেউ যদি একটু হেল্প করতেন অনেক উপকার হতো
অই ড্রাইভে নতুন কিছু রাখিনি...
নামঃ HP G50 104NR