যারা সেন্টমারটিন ভ্রমনে ইচ্ছুক , তাদের জন্য কিছু তথ্য ঃ
১) যে সময় গুলাতে যাওয়া যায়ঃ অক্টবার র টু মার্চ , তবে শীত থাকতে থাকতে যাওয়া ভাল কারন গরম এ কাহিল হয়ে পড়ার চান্স আছে । রিসোর্ট গুলাতে শুধু সন্ধ্যা হতে রাত ১১ পর্যন্ত কারেন্ট থাকে , বাকি টা বুজে নেন
২) হোটেল / রিসোর্ট গুলার মান খুবই খারাপ , বিচ এর সাথে হোটেল / রিসোর্ট নিলে ভাল হবে
রুম ভাড়া নেয়ার আগে ভাল মত খবর নিয়ে যেতে হবে (জেনারেটর আছে কিনা, ক্লিন কিনা)
৩) সেন্ট মারটিন এর খাবারের হোটেল গুলা এক্সপেন্সিভ , খাবার আগে দরদাম করে নেয়া ভাল।
৪) সরাসরি জেলে দের কাছ হতে মাছ কিনে নিলে সস্তা পড়ে , ১০০ /১৫০ টাকায় রান্না করিয়ে নেয়া যায়।
৫) যারা ফ্যামিলি / ছোট বাচ্চা কাচ্চা দের নিয়ে যাবেন তারা গ্রিনলাইন বাস ও গ্রিন লাইন ফেরি তে টিকেট (আসা ও যাওয়া) কেটে যাওয়া ভাল হবে। (রাজারবাগ এ গ্রিন লাইনের কাউন্টার হতে উঠতে হয়) । সিজন গুলাতে, অনস্পট টেকনাফ হতে ফেরির টিকেট পাওয়া খুব কঠিন!
৬) গ্রিন লাইন এর ফেরির টিকেট কাটলে মাঝা মাঝি সিট নেবার চেষ্টা করবেন।
৭) সেন্টমারটিন এ ৩ দিন থাকলে পয়সা উসুল হবে এর কমে গেলে আফসুস হবে
৮) সাইকেল ভাড়া পাওয়া যায় ৪০ টাকা / ঘণ্টা । সাইকেল নিয়ে বিচ ভ্রমন খুবই মজার ।
৯) ফেরার সময় সেন্ট মারটিন হতে কক্সবাজার যাওয়া লস! ৭৫ কিমি রাস্তা খুবই কষ্টকর। আর যদি যেটেই হয় ,তাহলে আগে থেকে মাইক্রবাস ভাড়া নিবেন। ব্যাপক ক্রাইসিস হয় ট্রান্সপোর্ট এর ।
১০) ছেড়া দ্বিপ অবশ্যই যাবেন , যেতে হবে সকাল সকাল । স্পিড বোট এ সময় কম লাগে (রিজাভ ১৫০০ টাকা)। তবে অভিজ্ঞ বোট ম্যান নিবেন।
১১) পাব্লিক হলিডে তে না যাওয়াই ভাল , কারন অতিরিক্ত ভিড় এর কারনে ভ্রমন হতে পারে নাইটমেয়ার ।
আপডেট:
১) বাস টিকেট -১৬০০ টাকা
২) ফেরি টিকেট -৬০০ টাকা
৩) হোটেল ভাড়া- ১৫০০ টাকা হতে শুরু
-ওয়ান ওয়ে