এই মন্দিরটি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনা বাড়িয়া গ্রামে অবস্থিত।আনুমানিক কয়েকশ বছর পুরনো হবে এই মন্দির। মন্দির টি নিয়ে অনেক উপকথা প্রচলিত আছে। তবে পুরো ইতিহাস জানা যায় না। এটুকু জানা গেছে যে এটি রানি রাসমনির সম্পত্তি ছিল। অযত্ন অবহেলায় এটি এখন প্রায় ধ্বংসের দিকে। শোনা যায় এক সময় একটা রহস্যময় মোটা শিকল মন্দির টির তিন তলা থেকে মন্দির টির সামনে অবস্থিত পুকুরে বাধা ছিল।
মন্দির এর ভেতরে আঙ্গিনার ছবি। সাংকেতিক ভাষার লিপি খোদাই করা।
এই সামনের দিকে একসময় অনেক টেরাকোটা বসান ছিল যা খুলে নিয়ে যাওয়া হয়েছে।
দোতলার ছবি।
শত বছেরর পুরান গাছ।এটি নিয়েও প্রচলিত আছে নানা গল্প।
উপরের গম্বজের ভেতরের অংশ।
এখানে এক সময় পাশা পাশি ৮ টি কোষ্ঠী পাথরের শিব লিংগ ছিল।
দোতলার গম্বুজ।
এটি পরে বানান নকল শিব লিংগ।আগের গুলো সব খোয়া গেছে।
যদি কেউ এটির বিস্তারি্ত ইতিহাস জানেন তবে দয়া করে জানাবেন। আশাকরি প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণ করে এর প্রকৃত ইতিহাস জানার সুযোগ করে দেবে।