শুনেছি কোথাই নাকি এক সুমুদ্র এসে যেখানে মিশেছে নীল, সবুজ আর সাদা ফেনার ঢেউ সেখানেই নাকি বাস তার সেই রুপবতি, মায়াবিনী। যার চোখের মাঝে লুকিয়ে আসে অজানা স্বপ্নের ঠিকানা.....শুনেছি দেখিনিত?
শুনেছি ঐ চাদের মাঝে নাকি এক বুড়ি চরকা কেটেই চলছে...কেউ কি দেখেছ তাকে? আমি দেখিনি।
শুনেছি পৃথিবী কোন এক প্রান্তে এক অভিশপ্ত জাতি নাকি মুক্তির আশাই তাদের ঘিরে থাকা সেই কঠিন প্রাচীর অবিরাম চেটেই চলেছে...কই? দেখিনি ত।
শুনেছি ঐ দিগন্ত যেখানে মিলেছে সেখানে নাকি সুখি রাজার রাজত্ব। গাছে গাছে আছে সুখি ফল যা নিরাময় করে বিষাদের। শুধু ত শুনেই চলেছি, দেখিনি...এবার দেখবো... পাড়ি জমাবো ঐ রাজ্যে।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭