আজ T20 Final .১২-০৩-২০১৪ বাংলাদেশ বনাম আরব আমিরাত
প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু আর শেষ হচ্ছে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি ভারত আর শ্রীলংকা মধ্যকার লড়াই দিয়ে। বলার অপেক্ষা রাখেনা এ লড়াই হবে ইন্ডিয়ান ব্যাটিং বনাম লংকান বোলারদের।
এই আসরে বাংলাদেশের অর্জন বলতে তেমন কিছু নাই তবে পেসার আলামিন আর তাসকিনকে আমরা নতুন ভাবে পেলাম।তবে বিশেষ কিছু অর্জন আছে যা আপনারা ইতিমধ্যে অনেক ব্লগার লিখেছেন।
আসল কথায় আসি,অনেকে আমার শিরোনাম দেখে হয়ৎ আমার নিকের যথার্থ অর্থ খুজে পেলেন। আমি তাদের কে বলি দয়া করে খেলা আর রাজনীতিকে এক করবেন না। বিশ্ব ফুটবল আসরে বাংলাদেশ অনেক পিছিয়ে কিন্তু আমি খেলা প্রেমী!!! আমি কি কোন দলকে সাপোর্ট করব না!!! তা কি হয়? গ্রাম থেকে শহরে , মাটির বাড়ী থেকে দালান বাড়ীতে সবার নজরে যেন আসে এত বড় বিধর্মী আর্জেনটিনা বা ব্রাজিলের পতাকা আমরা টাঙ্গায় অথচ আজ ভারতের পতাকা উড়ালে আমাকে কি ভারতের দালাল মনে করবেন ?? কেন ভাই আমার কি মন নেই, আমি কি কাউকে পছন্দ করতে পারি না??
আপনি হয়ত জানেনা কাউকে ভাল লাগা বা পছন্দ করা নিজের মনের ব্যাপার। আপনাদের হয়ৎ মনে আছে বলিউডের একজন নাম করা নায়িকা মমতা কুলকারনৗ। সে বলিউডে অনেক ব্যবসা সফল ছবি দিয়েছিলেন তার কারণ-অর্জুন,বাজি ... । তার সফলতা যখন তুঙ্গে হঠাৎ করে তিনি পর্দার আড়ালে চলে গেলেন, বছর খানেক আগে তার খোঁজ পাওয়া গেল তিনি নাকি মুমবাই এর নাম করা গড ফাদার এর প্রেমে পড়ে জন-সম্মূখীন থেকে হারিয়ে গেছেন। তাহলে বুঝুন ব্যাপার খানা।
তারপরও এত কথা বলে আপনাদের সময় নষ্ঠ করা জন্য দুঃখিত সর্বপরি আমরা ত না চাইতেই অনেক কিছু দাদাদের প্রদান করছি পছন্দ টুকু দান করলে সমস্যা কোথায়???????
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২০