তার হাত পুড়ে গেছে
সে ধরতে চেয়েছিলো আগুনরঙ্গা প্রজাপতি
তার দুচোখ অন্ধ
পলকের জন্য তাকিয়েছিলো মাত্র
সেই মানুষটা,
যে হৃদয়ের টুকরোগুলি জোড়া দেবার জন্য
অনন্তকাল কুড়িয়ে যাচ্ছে হাত ভর্তি জোৎস্নার আলো
তার, ফুসফুসে ধরেছে পচন
আকন্ঠ গিলেছিল সে ভালোবাসার মহুয়া
তার প্রাসাদে শত পদচিহ্ন-র ছাপ
বালুর দালানে পানি ছিটিয়ে ভেবেছিল
গড়ে উঠেছে আমৃত্যু মায়া।
মানুষ, একদিনে ধংস হয় না
প্রতি ক্ষণে জমা অবিশ্বাস আর
হাত বাড়ালেই আঁচল ফেলা লাস্যময়ীর প্রেম
কর্কটবিষ হয়ে রন্ধ্রে ছড়ায়।