
প্রবল বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার দরুন পাহাড় ধ্বসে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজারে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০৬ জনে পৌঁছে গেছে। প্রতি মুহূর্তে বাড়ছে মৃতের সংখ্যা। সারি সারি শিশুর লাশ যেনো বুকের মাঝে গড়ে তুলছে আরেক বেদনার পাহাড়। কোন কোন পরিবারের মারা গিয়েছেন সবাই ! প্রায় ৩০০ গ্রামের অন্তত চার লাখ মানুষ পানিবন্দী রয়েছে। কয়েক মুহূর্তের মাঝে একেকটি এলাকা হয়ে উঠেছে মৃত্যুপুরী !
সবার আগে দূর্গত মানুষগুলি মাথার ওপর ছাদ প্রয়োজন। ছনের ঘর তুলে যারা একটু কম খরচে থাকার চেষ্টা করতো, বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভুমিধ্বসে তাদের বাড়িঘর ভেসে গেছে। কিন্তু আমাদের স্বল্প পরিসরের ব্যাক্তিগত উদ্যোগে তাদের মাথা গোঁজার ঠাই করে দেয়া অসম্ভব বলেই মনে করছি। আমরা কি করতে পারি?
আমরা চেষ্টা করছি এই দূর্গত মানুষগুলির কাছে প্রাথমিকভাবে বেঁচে থাকার কিছু রসদ পৌঁছে দিতে। সরকার ইতোমধ্যে এক কোটি টাকা এবং ১,৪৫০ টন চাল বরাদ্দ দিয়েছে বলে জানা গেছে। আমরা শুকনা খাবার (চিড়া ও গুড়), বিস্কুট, বিশুদ্ধ খাবার পানি, ওষুধ (এন্টিবায়োটিক, ওরস্যালাইন, প্যারাসিটামল), ম্যাচ ও কাপড় চোপড় (যদি সম্ভব হয়) দিতে চাইছি।
গতকাল রাতে ফেসবুকে এ সম্পর্কে কাজ গোছানোর জন্য একটি গ্রুপ খোলা হয়েছে "চট্টগ্রামের জন্য আমরা " নামে। গতকাল রাত থেকেই কাজ শুরু করে দিয়েছেন চট্টগ্রামের স্থানীয় ও প্রবাসী ভাই-বোনেরা। আজ সকালে ব্লগার ব্রেথ অফ ফেট ও তাঁর বন্ধুরা চট্টগ্রাম গভ হাই স্কুল ও মহসিন স্কুলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন, স্কুল কর্তৃপক্ষ আমাদের সাথে এসে দাঁড়াবেন বলে কথা দিয়েছেন, স্কুল থেকে দূর্গতদের জন্য আর্থিক সহায়তা তুলে রবিবারের মাঝে আমাদের হাতে পৌঁছে দেবেন বলে জানা গেছে। চট্টগ্রামে সমন্বয় ও মূল দূর্গতদের কাছে ত্রান পৌঁছানোর জন্য সহযোগীতা করছেন ডেইলি সান এর সাংবাদিক নির্ঝর মজুমদার।
আমরা আপনাদেরকে পাশে চাইছি। হাতে হাত রেখে এগিয়ে যাবো আমরা নিজেদের ভাইদের এই দুঃসময়ে।
জয় আমাদের হবেই!
সাহায্য পাঠাবার ঠিকানা-
MD Mahmudul Haque Munshi
Acc Number- 114.101.78662
Dutch Bangla Bank
Mohakhali Brunch
Dhaka.
যোগাযোগ-
০১৬৭৪-৭৭৪৬৩৩
০১৯১৩-২২১৪৪৮
চট্টগ্রাম সমন্বয়কারী নির্ঝর মজুমদার-
০১৭২১-২৭১৬২১
বিঃদ্রঃ কেউ কোন টাকা দিলে গ্রুপে কমেন্ট করে জানাবেন। কতো দিলেন সেটাও জানাবেন। স্বচ্ছতার জন্য জরুরী।