
বিভ্রান্ত কিংবা হ্যালুসিনেটেড মানুষের মতোই
এদিক ওদিক ঘোরাফেরা শেষে যখন
ভেজা খবরের কাগজের পাতায়-
আশ্রয় নেয় তিনরাতের না ঘুমানো প্রজাপতি
ঠিক তখনি শ্লেষ বয়ে বেড়ানো
জঙ্ঘা জেগে ওঠে অতলের আহবানে।
পাশে শুয়ে থাকা ছায়ার শরীরে
খেলা করে এক দূর্বিনীত মানচিত্র।
রেখা-উপরেখায় লুকায়িত
গুম, ঘৃণা কিংবা স্বেদপাত্রের অহমিকায়
উঁইপোকাদের মাটির পথ বেয়ে উঠে আসে
শতবর্ষের অনন্ত গরল।
জঙ্ঘার পরতে পরতে তখন সুখের সুনামি
বিহ্বল কটিদেশের দ্রুত সঞ্চালন-
প্রবল শীৎকারে গুমরে মরে
মানচিত্রের আর্তনাদের ক্রুব্ধ অনল।