যখন ছোট ছিলাম। বয়স কতই বা হবে, দশ কি বার। শবে বরাত বলতে কি বুঝতাম তখন?
এশার নামাজ পড়ে বাসায় আসতাম। মা চালের রুটি, হালুয়া ও গরুর মাংস রান্না করে রাখতেন। এসেই খেতে বসতাম। খেয়ে দেয়ে বাজারে চলে যেতাম নেস্কেফে ৩-ইন-১ কিনে নিয়ে আসতাম।
এরপর আবার মসজিদে। সারা রাত নামাজ পড়তে হবে, হিসেব করে করে, ১০...২০...৫০...১০০ রাকাত নামাজ। এত নামাজ পড়তে রাত জাগতে হয়, তাই বাসায় যেয়ে কফি বানিয়ে খেতাম। আবার মসজিদে। নামাজ পড়ে একেবারে ফজরের নামাজ পড়ে বাসায় ফিরতাম। সারা রাত বাসার দরজা খোলাই থাকত। এরপর সারাদিনের ঘুম।
আজ সেই স্মৃতি খুব মনে পরছে।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭