আল্লাহর পথে সপেছে যে জন
সার্থক মানব সে অমুল্য রতন।
হেলায় ফেলায় করিয়েছে ক্ষেপন
সৃষ্টিকর্তার মানেনি নিয়ম
দুর্ভাগা সে মানব জনম।
আল্লাহর গৃহে অতিথি হওয়া
সৌভাগ্য তাদের পরম পাওয়া,
সবুজ আরিফ মন্জু ত্রিজন
সার্থক তারা সৌভাগ্যে সৃজন।
এবার তারা পবিত্র কাবা করিবে তাওয়াফ
জেয়ারত করিবে তারা নবীজির রওজা মোবারক।
মুছিবে গুনা পাইবে ক্ষমা
পাইবে খোদার নৈকট্য
পূর্ণ করো হে খোদা তোমারই মহিমায়
মোচন করিও পাপীষ্ট ।
সবুজ আরিফ মন্জুকে তুমি
করিও ক্ষমা এই উসিলায়
করিও কবুল তাদের হজ্ব
তোমারই মহানুভবায়।
পিতামাতাসহ
নেই যারা দুনিয়ায়
ক্ষমা করিও তাদের
নসীব করিও জান্নাত।
হে পরম খোদা
দাও সুযোগ আমাকে সোজা
তোমারই কাবা গৃহ
দেখিতে পারি দুনয়নে
করিতে পারি যেনো তাওয়াফ
জেয়ারত করিতে পারি
নবীজির রওজা মোবারক।
দাও শক্তি, দাও সামর্থ
সার্থক করো মোরে
নয়ন জুড়ায়ে যেন
দেখিতে পারি তোমার ঐশর্য্য।
কোন উসিলায় বা টানে
মরনের আগে যেনো
যেতে পারি কাবার শানে।
দাও সুযোগ একান্ত মোরে
পূর্ণ করো চাওয়া
তোমার প্রতি আমার
একান্ত নিবেদনে।
তাওয়াফ বিনে দিওনাকো মরন
শেষ ইচ্ছা টুকু করিও তুমি সম্পুর্ন পুরণ,
গুনার সাগরে আছি ডুবে আমি
শতত ভুলে যেন আমি মহা পাপী।
ক্ষমা করো মোর
হে আমার অন্তর্জামী।
তোমার অফুরন্ত নেয়ামত
আর পরম দয়ায়
বেচে আছি আমরা
এই ধরনায়।
তুমি বিনে কে করিবে আমাদের ক্ষমা
তুমি ছাড়া মাবুদ নাই এই দুনিয়ায়।
জগতের মালিক তুমি
তুমি সৃষ্টিকর্তা
দয়ার সাগর তুমি
মহান মহানুববতায়।
দয়া তোমার মহৎ গুন
ক্ষমা করিতে তুমি থাকো যেনো উৎসুখ,
তুমি বিনে নাই কেহ দয়ার সাগর
তোমারই অনুগ্রহে আমি
বেচে আছি এ জীবন।
শতত ভুলের মাঝে
করেতেছি পাপ পর্বত সম
শতত গুনার মাঝে
থাকি আমি অনবরত।
ক্ষমা করো খোদা
চাই মাফ তোমারই সমীপে
অতল গভীরে থাকা
ডুবন্ত পাপীকে।
তোমার তুলনা তুমি
হে খোদা অর্ন্তজামি
সকলের মনের চাওয়া
পূর্ণ করো হে সর্বজ্ঞানী।
১৬ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ
(বিদ্র: আমার তিন বাল্যবন্ধুকে নিয়ে এ লিখা, তাই তাদের নাম অন্তর্ভুক্ত)
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৫:৩৫