সেদিন রাতে ট্রেন লাইনের পাশ দিয়ে হেটে বাসায় ফেরার পথে,
দূরের থেকে আসা বাঁশের বাাঁশির সুরের মূছনায় মনটা আটকে যায়।
ট্রেন লাইনের পাশে বসে ,বেশ কিছু ক্ষন সেই সুরের প্রেমে পরে যাই।
যাক, এমতারস্থায় অামার খুব ইচ্ছে করছে- আমিও বাঁশের বাাঁশি বাজাতে চাই।
তাই অভিজ্ঞদের নিকট আকুল আবেদন____
এ বাঁশের বাাঁশি কোথায়,
কিভাবে বা কাহার কাছ থেকে,
শেখা যায়-এর পরামশ দিয়ে অামার মনের বাসনা পূরণে হেল্প করলে আমি কৃতাথ থাকবো।
বিদ্র: অামার বাসা ও অফিস মতিঝিলের সন্নিকটে। সুতরাং এ এলাকার আশেপাশে শেখার স্থান হলে ভাল হবে।
অামার এ লিখাটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার সুপরামশের অপেক্ষায় রইলাম।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৬