সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলো র জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার বৈঠক শেষে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এর মধ্যে : সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থার কার্যক্রম শুরু হবে সকাল ৯টায়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ ছাড়া ব্যাঙ্ক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান-সহ বেসরকারি অফিসগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।
অন্যদিকে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত চলবে। এ ছাড়া ইংরেজি মাধ্যমের স্কুল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ, মাদ্রাসা-র ক্লাস শুরু করতে হবে সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে। শেষ করতে হবে দুপুর ১টার মধ্যে।
মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন : যানজট নিরসনের জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সবাইকে ট্রাফিক আইন ভালোভাবে মেনে চলারও পরামর্শ দেন তিনি। একই সঙ্গে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো এবং সরকারি পরিবহন সার্ভিস আরো সক্রিয় করার জন্যও সংশ্লিস্টদের নির্দেশ দেন তিনি।
এ ছাড়া সচিবালয়-সহ প্রধান প্রধান সরকারি অফিসগুলো শেরেবাংলা নগরে স্থানান্তরের জন্য চিন্তা-ভাবনা করার জন্যও প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৪