আজ কি পূর্ণিমা? শেষ বিকেলে যে চাঁদ পূর্বাকাশে ছিলো,
এই মধ্য রাত্রিতে তা এখন, মধ্য গগণে। তখন কেমন
ফ্যাকাশে আর আবছা ছিলো; আর এখন, কেমন যেন
একটু ছোট আর কি তীব্র!
আজ কি পূর্ণিমা? শেষ বিকেলে যে চাঁদকে দেখা গেছে
মুখোমুখি, এই মধ্য রাত্রিতে এসে, তাকে দেখতে হচ্ছে
ঘাড় উঁচু করে!
আজ কি পূর্ণিমা? শেষ বিকেলের চাঁদকে মনে হচ্ছিলো
যেন চাঁদ, যার আলোকচ্ছটার সাথে গা জুড়ে কলঙ্ক
দেখা যায়, অথচ এই মধ্য রাত্রিতে চাঁদ যেন ল্যাম্পপোস্ট!
আজ কি পূর্ণিমা? এই বুঝি চৈত্রের পূর্ণিমা? তোমার
রূপে ভেসে যাচ্ছে হ্রদ, পাতা ঝরা বৃক্ষ, সপ্তস্বর্গ
মিনার। তোমার টানে ফুসে উঠছে নদী, ধ্যান ভেঙ্গে
বিবাগী তপসী আর মাতাল চাতক।
১৫/০৩/২০১৪ (রাঙামাটি, হোটেল সোফিয়া, কক্ষ নং-৩০৪)
বেসামাল শব্দমালা-১