রেখেছি তোমায় মাথায় মুকুট করে
তুমি বেঁচে রবে সুদীর্ঘকাল ধরে।
মূর্খেরা বাঁচে দাপটে কিয়ৎকাল
আচরণে হয় দাম্ভিক! বেসামাল।
উহারা জানে না সততার কতো দাম
উহারা জানে না দম্ভের পরিণাম!
ক্ষমতার মোহে অন্ধ হওয়া কি ভালো?
কেউ কি পেরেছে রুখিতে জ্ঞানের আলো?
তুমি আলোকিত মানুষ গড়ার কাজে--
সারাদেশে ছোটো সকাল-দুপুর-সাঁঝে।
তুলে দাও বই ছেলেমেয়েদের হাতে
সুফল আসবে আগামী দিনের প্রাতে
তুমি আশাবাদী। হতাশা তোমার নেই,
আঁধার ভেদিয়া আলো ফুটে উঠবেই--
তুমি সে আলোর প্রত্যয়ী ফেরিঅলা।
দু’চোখে তোমার স্বপ্ন-পিদিমজ্বলা...
এ জাতি ঋদ্ধ আজিকে তোমার ঋণে।
অথচ কতক বাচাল অর্বাচীনে--
করিতে চাহিছে তোমাকেই অপমান!
তোমার কণ্ঠে তবুও প্রীতির ঘ্রাণ...
নিপতিত হই দুর্ভাগ্যের ফেরে!
ক্ষমা করো গুরু ক্ষমা করো মূর্খেরে...
----------লুৎফর রহমান রিটন