গত ১৫ই মে হতে ইডেন মহিলা কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে(বুয়েট) এর যৌথ উদ্যোগে চালু হল হিসাববিজ্ঞান বিভাগ। জানা গেছে, গত ১৭ই এপ্রিল যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক আতিকুর রহমান জনৈক এক শিক্ষার্থী কে অপমান করে হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হতে বলেছেন। এতে ওই শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে বিভাগীয় প্রধান এর কাছে অভিযোগ করেছেন। ক্রমেই পরিস্থিতি জতিল আকার ধারন করে। কারন হল বুয়েটে কোন হিসাববিজ্ঞান বিভাগ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী প্রথম আলো কে জানিয়েছেন যে আতিকুর রহমান স্যার এর অপমান তিনি সহ্য করতে পারেন নি। ফলাফল এই আন্দোলন। আর তারপরেই জন্ম হল হিসাববিজ্ঞান ও যন্ত্রকৌশল বিভাগের। এই বিভাগে সপ্তাহে ২দিন পঠিত হবে হিসাববিজ্ঞান। জানা গেছে বলবিদ্যার ব্যাবহারিক ক্লাস এর চেয়ে হিসাববিজ্ঞান নিয়ে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের তৎপরতা অকল্পনীয়। তাই তারা ইডেন কলেজ এ পরীক্ষামূলক ক্লাস করেছেন। অচিরেই স্থাপত্য এবংপুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা ইডেন কলেজে ক্লাস করবেন। যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভাগ কে যন্ত্র ও হিসাবকৌশল বিভাগে রূপান্তরিত করার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছিলেন ১২ই মে। ২দিনের মাথায় ১৪ই মে রাষ্ট্রপতি তা ২৩এর ক -১৯/২ ধারায় হিসাববিজ্ঞান ও যন্ত্রকৌশল বিভাগ নামে কার্যকর করে দেন। উল্লাসে ফেটে পরেন যান্ত্রিক বিভাগের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের আপামর জনগন। তারা বলেন এই জয় জনগনের জয়।
তবে এতে রুষ্ট হয়েছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। তাদের কলেজে যন্ত্রকৌশল বিভাগ নেই। তাই তাদের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ সপ্তাহে ২দিন আপাতত বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে ক্লাস করতে বলেছেন। এতে তাদের যান্ত্রিক প্রতিভা বিকশিত হবে কিছু টা হলেও।