প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবি সিদ্দিকী নামের এক ব্যক্তি।
সোমবার দুপুরে দায়ের করা ওই জিডিটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষকের বিরুদ্ধে করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হাফিজুর রহমান রানা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে একটি স্ট্যাটাস দেন।
সরকারের গোয়েন্দা সূত্রমতে ফেসবুকে প্রধানমন্ত্রীর উদ্দেশে হাফিজুর রহমান লেখেন, ‘হায়েনা, ওই হায়েনা তুই দেশকে খেয়েছিস, এখন বুয়েটকে খাবি... পারবি না। আমরা বুয়েটের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা হলাম শিকারি। প্রথমে তোর মাথায় মারব, পরে পেটে। তারপর মাথা কেটে বুয়েটের সামনে টানিয়ে রাখব। যাতে বুয়েট ধ্বংস করতে না পারিস।’
এদিকে, বুয়েটে খবর নিয়ে জানা যায় হাফিজুর রহমান রানা বর্তমানে উপাচার্য বিরোধী আন্দোলনে যুক্ত রয়েছেন। এর আগে হাফিজের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনেন একদল শিক্ষক।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৪