ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় কমেডি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৭ এ অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে মন্ত্রীসভার নিয়মিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার আলোচনায় ক্রিকেটে বাংলাদেশের সাফল্য এবং সমুদ্র জয়ের বিষয় উঠে আসে। জয়ের এ ধারা বজায় রেখে ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী মীরাক্কেল জয় করবেন আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “প্রধানমন্ত্রীর পাঞ্চ লাইন ডেলিভারি অসাধরণ।” তথ্য যোগাযোগমন্ত্রী আবুল হোসেন বলেন, “সবাই যেখানে দুই মিনিট গল্প বলে একটা পাঞ্চ লাইন ছাড়ে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী একলাইন গল্প বলে দু’মিনিট পাঞ্চ লাইন ছাড়েন।” স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, “প্রধানমন্ত্রী মীরাক্কেলে গেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে। সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীরা তখন বসে বসে মীরাক্কেল দেখবে। দুষ্টুমি করার সময় পাবে না।”
প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন “মাঝে মাঝে মনে হয় এতোদিন ধরে প্রাপ্ত ডিগ্রীগুলো এক সপ্তাহের জন্য ফেরত দিয়ে আসি। জনগণ বুঝবে ডিগ্রীহীন একটা দেশে বসবাস করা কত কঠিন!” এ সময় অর্থমন্ত্রী বলে উঠেন, “বলছি না, উনার পাঞ্চ লাইন ডেলিভারি অসাধারণ!”
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী এ প্রতিবেদককে জানান, “ম্যাডাম মীরাক্কেলে যাবার জন্য বেশ কিছুদিন যাবত অনুশীলন করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে উনি বেশ উন্নতি করেছেন। মীরাক্কেল ৭ চ্যম্পিয়ন হওয়ার বিষয়ে আমরা আশাবাদী।”
সৌজন্যঃ মগবাজার
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ১২:১৬