তবলীগের অনেক কর্মীরা এমন আছেন যে এই কাজকেই ' ওড়না -বিছানা, বানিয়ে নেন , অনেক সময় তারা এই কাজের ফজীলত নিয়ে এতটাই গুরুত্ব দেন যে অন্যান্য দ্বীনি কাজ সম্পর্কেও অসহনীয় মন্তব্য করে ফেলেন । আর তবলীগের কাজের ক্ষতি হয়-ই এভাবে ।
অনেকে তো স্পষ্ট বলেই ফেলেন " এইটাই কাজ " আর এ নিয়ে একটা পোষ্ট-ও দিয়েছিলাম । তেমন কোন রিপ্লাই পাই নি ! ( Click This Link ) সেখানেও এটা বুঝাতে চাইছিলাম , ' এই টাই কাজ ' এভাবে বলা ঠিক না । কারণ :
এ জাতীয় শব্দ ব্যব হার করার দ্বারা দ্বীনের অন্যান্য কাজকে অস্বীকার করা হয় । যা দ্বীনের শিক্ষা না।
বরং সঠিক কথা হল এভাবে বলা : এইটাও কাজ ।
আল্লাহর পথে যে যেভাবে ডাকে সবই উত্তম । ' তার চেয়ে ভাল কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ' - এর সঠিক ও গ্রহনযোগ্য ব্যক্ষ্যা হল যে কে্উ যে কোন ভাবে আল্লাহর দিকে ডাকবে - সে-ই এর অন্তর্ভূক্ত হবে । ( কোন নির্দিষ্ট সীমাবদ্ধ পথ নেই - যে সেভাবেই ডাকতে হবে ) যেমন মুয়াজ্জিন আযানের দ্বারা, মুজাহিদ তলোয়ারের দ্বারা, কেউ লেখনীর দ্বারা, কেউ তর্ক বহস এসবের দ্বারাও দ্বীনের দিকে ডাকতে পারে । সবই উত্তম ।
কিন্তু যখন বলা হয় এইটাই কাজ, এইটাই কাম , তখন পরোক্ষভাবে অন্য দ্বীনি কাজগুলোকে অস্বীকার করা হয়। আবার কেউ কেউ তো আরো আগে বেড়ে প্রত্যক্ষ ভাবে এবং সরসরি-ই নেতিবাচক অসহনশীল কথা বলে ফেলে, আর এর দ্বারাই তবলীগের সবচেয়ে বেশী ক্ষতি হয়।
আল্লাহ পাক আমাদের সৎ পথে চালিত করুন। আমীন।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬