- দেখুন মুহিতের বাম পাশ ছবিতে মুহিতের ডান পাশ অন্ধকার, কিন্তু কাল জ্যাকেট পড়া একটি লোকের একই পাশ আলোকিত! কিভাবে ?
- মুহিতের সামনের দিকে ( ক্যামেরার কাছে ) ছবির বাম পাশে একটি বস্ততে আলো পড়ছে যে দিক থেকে, পিছনের লাল জ্যাকেট পড়া একটা লোকের গায়ে সেই পাশই অন্ধকার!
- মুহিতের কথা মত তিনি চুড়ায় উঠেছেন সকাল ৭টায়, ছিলেন ৭:৩০ পর্যন্ত। কিন্তু আশে পাশের বস্তুগুলোর ছায়া বলছে এটা কমপক্ষে বেলা ১০টা -১২টার ছবি ! যদিও মুহিতের গায়ে আলো পড়ছে অনেকটা তীর্যক ভাবে, মানে সকাল ৭-৮ টার ছবি!
- আরো দেখুন ৩টি পয়েন্ট চিন্হিত করা হয়েছে ১- ২ -৩ ( হলুদ অক্ষরে )
আলো আসছে মুহিতের পিছন দইক থেকে, সকাল ৭ টায়। সেক্ষেত্রে ১-২-৩ এই ৩ পয়েন্টে কখনই আলো আশার কথা না!
এবার নীচের ছবিতে দেখুন পিছনের লোকটির মুখ মুছে দেয়া!
আমার আমাদের জাতীয় অর্জন নি্যে গর্ব করতে চাই। আর তারই স্বার্থে চাই বিষয়গুলো প্রশ্নমুক্ত হোক।
এ নিয়ে পোষ্ট আগেও দেয়া হয়েছিল, মুহিতের ছবির ব্যাপারে তেমন কোন মতামত পাওয়া যাচ্ছে না, তাই আবার পোষ্ট করলাম!
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০০