একটি প্রবন্ধে প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশি হিসেবে এম এ মুহিতের নাম থাকায় ওই সঙ্কলনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছেন আরেক এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম। সোমবার সকালে ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজীর আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার আরজিতে বলা হয়, ‘সকাল বেলার পাখি’ নামে একটি প্রবন্ধ সঙ্কলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমী, যাতে ইনাম আল হকের লেখা ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে- বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।” উপরে ছবিতে দেখুন : মুহিতের ভক্তকুলের দাবী : মুহিতই প্রথম!!
মানে কি ? মুসা ইব্রহীম এভারেষ্ট জয় করেন নি?? , ছবি সার্টিফিকেট সব ভুয়া ??? এভারেষ্ট জয় না করেও সার্টিফিকেট পাওয়া যায় ? মুসা যে ছবিগুলো দিয়েছেন সেগুলো ফেক ? তাহলে তো আর সব অভিযাত্রীদের নিয়েও প্রশ্ন উঠতে পারে !!
দেখুন ফেসবুকের পেজে মুহিত ভক্তদের দাবী : Click This Link
জনাব ইনাম আল হক সাহেব, মুহিতের দল “বি এম টি সি”- প্রধান। তিনিও বলেন মুহিতই প্রথম!!
ইনাম আল হক রচিত ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে, “বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রাকিং ক্লাব (বিএমটিসি) গড়ে আমরা হিমালয়ে অভিযানের পরিকল্পনা করেছিলাম ২০০৩ সালে। সেখানে মুসা, মুহিত, মিলন, ইমরান, বাবু, এনাম, সাগর, সজল, সম্পা ও আরও অনেকে ছিলেন।’ কিন্তু ওই প্রবন্ধের কোথাও মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের কথা উল্লেখ নেই। এম এ মুহিতের ছবিসহ ক্যাপশানে উল্লেখ করা হয়েছে, মুহিতই প্রথম এভারেস্ট বিজয়ী।
‘সকাল বেলার পাখি’ নামে একটি প্রবন্ধ সঙ্কলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমী, যাতে ইনাম আল হকের লেখা ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে- বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।”
আরো মারাত্মক বিষয় হচ্ছে জাফর ইকবাল সারের মত গ্রহণযোগ্য ব্যক্তিত্বের ছবি দেয়া হচ্ছে এরকম বিতর্কিত পেজে !
এভারেষ্ট জয় করেন নি?? , ছবি সার্টিফিকেট সব ভুয়া ??? এভারেষ্ট জয় না করেও সার্টিফিকেট পাওয়া যায় ? মুসা যে ছবিগুলো দিয়েছেন সেগুলো ফেক ? তাহলে তো আর সব অভিযাত্রীদের নিয়েও প্রশ্ন উঠতে পারে !!
দেখুন ফেসবুকের পেজে মুহিত ভক্তদের দাবী : Click This Link
জনাব ইনাম আল হক সাহেব, মুহিতের দল “বি এম টি সি”- প্রধান। তিনিও বলেন মুহিতই প্রথম!!
ইনাম আল হক রচিত ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে, “বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রাকিং ক্লাব (বিএমটিসি) গড়ে আমরা হিমালয়ে অভিযানের পরিকল্পনা করেছিলাম ২০০৩ সালে। সেখানে মুসা, মুহিত, মিলন, ইমরান, বাবু, এনাম, সাগর, সজল, সম্পা ও আরও অনেকে ছিলেন।’ কিন্তু ওই প্রবন্ধের কোথাও মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের কথা উল্লেখ নেই। এম এ মুহিতের ছবিসহ ক্যাপশানে উল্লেখ করা হয়েছে, মুহিতই প্রথম এভারেস্ট বিজয়ী।
‘সকাল বেলার পাখি’ নামে একটি প্রবন্ধ সঙ্কলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমী, যাতে ইনাম আল হকের লেখা ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে- বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।”
আরো মারাত্মক বিষয় হচ্ছে জাফর ইকবাল সারের মত গ্রহণযোগ্য ব্যক্তিত্বের ছবি দেয়া হচ্ছে এরকম বিতর্কিত পেজে !
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩