আমাদের সাথে গিটার আকৃতির বেজটার সাথেই পরিচয় বেশি । গিটার আকৃতির বেজটা বাংলাদেশসহ বেশির ভাগ দেশে সমধিক প্রচলিত হওয়ায় আমরা বেজকে গিটার ভাবলেও আসলে বেইজ একটা ইন্সট্রুমেন্ট ।
খেয়াল করলে দেখবেন গিটার বাজানো আর বেজ বাজানোর মধ্যে বিস্তর তফাত । বেইজে কি কখনো স্ট্রামিং করতে দেখেছেন? উত্তরটা না ই হবে আশা করি । বেইজে যারা অধিক পারদর্শী যেমন বেজবাবা, তারা বেইজে স্ল্যাপিং করেন । স্লাপ অর্থ থাপ্পর । অর্থাৎ বেইজে আঙুল দিয়ে থাপ্পর মারা হয় । তাছাড়া অন্যান্যরা বেজে তার টেনে টেনেই বাজায় । (এর ভাল নাম থাকতে পারে । আমি জানি না ।)
তাহলে বেইজ কি?
যেকোনো গানে যে লো পিচ বা গুম গুম শব্দ হয় ওইটাই বেইজ ।
আর কি কি ধরনের বেইজ আছে তাহলে?
বেইজের রকমফের অনেক । আমি কিছু তুলে ধরছিঃ
১. গিটার বেইজঃ সবার পরিচিত । সবচেয়ে প্রচলিত ।
২. কিবোর্ড বেইজঃ ইলেক্ট্রিক এবং এর সাবজনরার সব আর্টিস্ট বা ব্যান্ডই এই বেজ ব্যাবহার করে । এর আরেক নাম সিন্থ বেজ । স্ক্রিলেক্স, স্ক্রিম সিন্থ বেইজের নামকরা শিল্পি ।
৩. ড্রাম বেইজঃ ড্রাম এন বেইজ, রেগে জনরার শিল্পীরা ব্যাবহার করে । কেটি পেরির ডার্ক হর্স গানেও এর ব্যাবহার আছে ।
৪. ডাবল বেজঃ জ্যাজ ঘরাণার বেজ । ক্ষ ব্যান্ডের মিউজিক ভিডিওতে খেয়াল করবেন একটা সুবিশাল বেহালা টাইপ যন্ত্র । ওইটাই ডাবল বেজ । এর অনেক ভাই ব্রাদার আছে আপরাইট বেজ, স্ট্রিং বেজ, স্ট্রিট বেজ ইত্যাদি ।
কম্পিউটার বেজঃ কিবোর্ড বেইজেরই উন্নত ভার্শন । আরেক নাম ফিউচার বেইজ
বাংলাদেশে রক এবং পপ ঘরানার শিল্পী বেশি । এবং এই দুই জনরাতেই বেজ হিসেবে গিটার বেজ ব্যাবহারিত হয় । তাই আমরা বেজ কে গিটার ভাবি । কিন্তু বেজ গিটার নয় । কিবোর্ড, ড্রামসের মত ইন্সট্রুমেন্ট । বেইজ যারা বাজায় তাদের বেজিস্ট বলে ।
পুনশ্চঃ তাহলে বেজ শিখতে কেন গিটার শিখতে হয়? ওকে । গিটার বেজ বাজাতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট ফিংগারিং । আর আপনি চাইলে কিবোর্ড শিখে কিবোর্ড বেইজ বাজাতে পারেন । ৮০৮ ড্রাম কিংবা ড্রাম মেশিনে ড্রাম বেইজ বাজানো যায় ।
ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৩