আমি একজন আম জনতা। আমি অর্থনীতিবিদ নই। তবে কিছুটা পড়ালেখা করেছি। এই সামান্য জ্ঞানের মহিমায় শেয়ার বাজার নিয়ে নীচের পরামর্শগুলো দিতে চাচ্ছি। জানি এতে কোন লাভ হবে না। কারণ, কেউ এটি পড়বে না .........আর প্রয়োগ তো দূরের কথা। তবু ও লিখছি। এই পদক্ষেপগুলো নিলে এক মাসের মধ্যে শেয়ার বাজারে কিছুটা উন্নতি হতে পারে।
১। বাংলাদেশ ফান্ড এর পুরা অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করতে হবে।এতে করে ১০০০ কোটি টাকা হলে ও বাজারে প্রবেশ করবে।
২। সাধারণ বীমা ও জীবন বীমাকে একটা অংশ শেয়ার বাজারে বিনিয়োগ করতে হবে। ২০০০-৩০০০ কোটি টাকা বিনিয়োগ করা তাদের জন্য কোন বড় বিষয় নয়।
৩। সরকারী মালিকানায় আছে এরকম বিভিন্ন প্রতিষ্ঠান কে ডাইরেক্ট লিস্ষ্টিং এর মাধ্যমে শেয়ার বাজারে প্রবেশ করাতে হবে।
এই ৩ টি পদক্ষেপ নেয়া হলে সাধারণ সূচক এক মাসের মধ্যে ৬০০০ ছাড়িয়ে যাবে।
আমি এখানে যে সব পরামর্শ দিয়েছি সব চাইলেই সরকার নিতে পারে। কারণ,এখানে কোন টাকা বেসরকারী বা ব্যক্তিমালিকানা থেকে আসবে না। সরকার তো অনেক প্রনোদনা দিলেন বেসরকারী প্রতিষ্ঠানকে। তারা তো তবুও বাজারে প্রবেশ করলেন না। এবার সরকার নিজেই চেষ্টা করে দেখুক। তখন দেখবেন, এই বেসরকারী প্রতিষ্ঠানগুলো পাগলা কুত্তার(এই গালি টা না দিয়ে পারলাম না) মতো বিনিয়োগ করতে আসবে।
[email protected]