প্রকৃত বোকা
আজকার মানুষকে যখন কেউ প্রশংসা করে তখন তাকে সে নির্ভরযোগ্য হিসেবে ধরে নিয়ে সত্যি সত্যি নিজেকে ভাল মনে করে বসে। একবার ভেবে ও দেখে না সে আল্লাহর কাছেও ভাল কি না।
এক নাপিতনী তার প্রতিবেশী এক মেয়েলোককে নাকের নথ খুলে মুখ ধুতে দেখছিল। নথ খুলতে দেখে ভাবল মেয়েটি বিধবা হয়ে গেছে। দৌড়ে দিয়ে তার নাপিতকে বললো, “ বসে দেখছো কি? শিগগির গিয়ে মেয়েটির স্বামীকে খবর দাও.. তার স্ত্রী বিধবা হয়ে গেছে।”
নাপিত তাড়াতাড়ি উঠি-পড়ি করে মেয়েটির স্বামীর কাছে গিয়ে বলতে লাগলো, “হুজুর বরবাদ হয়ে গেছে! আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে।”
এই খবর শোনা মাত্র লোকটি ডুকরিয়ে কাঁদতে লাগলো, “হায় আমার কি হবে?”
বন্ধুরা সব ছুটে আসলো। জিজ্ঞাসা করলো, “কাদঁছো কেন? খুলে বল কি হয়েছে?”
বললো, “সর্বনাশ! আমার স্ত্রী বিধবা হয়ে গেছে।”
বন্ধু বললো, “জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে নাকি তোমার? তুমি স্বশরীরে জীবন্ত বসে আছ আর তোমার স্ত্রী বিধবা হয়েছে?”
হাঁ তা তো ঠিকই। জীবিত্ই তো আছি। কিন্তু খবর যে নির্ভরযোগ্য লোক দিয়েছে! না কেঁদে পারি না। ”
সেইরূপ আজকাল মানুষ নিজের প্রশংসাকারীকে নির্ভরযোগ্য মনে করে আত্মভোলা হয়ে পড়ে। এবং গোনাহগার হওয়া সত্বেও নিজেকে নেককার ভেবে থাকে।
আল্লাহ তাকে ভাল বললো কিনা সেদিকে খেয়াল নাই। এরা হলো প্রকৃত বোকা।