যারা প্রবাসে থাকেন তারাই বলতে পারেন প্রবাস জীবনটা কতটা আনন্দের আর বেদনার। জমানো টাকা, জমি বিক্রয় অথবা স্ত্রীর গয়না বিক্রী করে পরিবার-পরিজন ছেড়ে হাজার মাইল পাড়ি দিয়ে মধ্য প্রাচ্যের এই মরুভূমির দেশে আজ লাখো শ্রমিক কাজ করছে। তাদের নিদারুন দুঃখ-কষ্টের কথা দেশের মানুষেরা কতটুকুই বা উপলব্ধি করে। বেশীর ভাগ শ্রমিক সামান্য বেতনের চাকরী করে থাকে, এক রুমে ১৫/২০ জন করে বসবাস করছে। সন্ধ্যাকালীন রান্না করা ভাত দুপুরে খেয়ে থাকে। এই ভাবেই তাদের জীব্ন কাটে। আর দু বছর পর দু মাসের ছুটিতে দেশে গিয়ে সবার সাথে মিলিত হওয়ার সুযোগ পায়। কাজ করতে করতে এক সময় অনেক প্রবাসী শ্রমিক প্রবাসেই বৃদ্ধ হয়ে যায়। অনেকে প্রবাসেই মৃত্যু বরণ করে থাকে।
কয়েকদিন আগে ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনার খবর আমাকে ভাবিয়ে তুলেছে। পরিবারের সদস্যদের কাছ থেকে মাত্র কয়েক মাইল দুরে তাদেরকে জীবন দিতে হয়েছে। হয়ত অনেক যাত্রী প্লেন নামার সময় আপনজনদের মোবাইলে বলেছিল " আর মাত্র দশ মিনিট পরে এয়ারপোট থেকে বের হবো,একটু অপেক্ষা কর।" কিন্তু নিয়তির নির্মম পরিহাস... তাদেরকে লাশ হয়েই বাড়ীতে ফিরতে হলো।
প্রবাসীর স্ত্রী কিভাবে তার সন্তানকে সান্তনা দিবেন। বহুদিন পর হাতের কাছে পেয়েও বাবাকে কাছে না পাওয়ার বেদনা সন্তান কি কোন দিন ভূলতে পারবে?
তাই প্রতিদিন প্রবাস জীবনে প্রার্থনা করি যাতে নিরাপদে বাড়ী ফিরতে পারি। প্রবাসেই যাতে কোন প্রবাসীর মৃত্যু না হয়। স্বদেশেই যেন প্রবাসীর..................................
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১০ রাত ১০:০৪