সন্তানের উপর পিতা-মাতার হক্বঃ
জীবিত অবস্থায়ঃ
১. সম্মানঃ পিতা মাতার সম্মান ও ইজ্জত করা।
২. মুহাব্বাতঃ তাদের সাথে মুহাব্বাত ও ভালবাসা রাখা।
৩. ইতায়াতঃ তাদের আদেশ পালন করা।
৪. খিদমতঃ তাদের সেবা করা।
৫. আরামের চিন্তাঃ তাদের আরাম ও শান্তির দিখে খেয়াল রাখা।
৬. প্রয়োজন মিটানোঃ তাদের প্রয়োজন মিটানোর জন্য চেষ্টা করা।
৭. সাক্ষাত করাঃ যখনই সুযোগ হয় তাদের সাথে বারবার দেখা করা।
পিতা-মাতার মৃত্যুর পরঃ
১. মাগফিরাত দোয়াঃ তাদের জন্য বেশী বেশী গুনাহ মাফ চাওয়া ও দোয়া করা।
২. ইছালে সওয়াবঃ তাদের জন্য ইবাদত করে ও দান খায়রাত করে সওয়াব পৌছানো।
৩. ঋণ ও আমানত পরিশোধ করাঃ ঋণ থাকলে অথবা তাদের কাছে কারো আমানত থাকলে তা পরিশোধ করা।
৪. তাদের আত্বীয়-স্বজনকে সাহায্য করাঃ তাদের আত্বীয় স্বজন ও বন্ধুদের সাহায্য করা।
৫. ওছিয়ত পুরা করাঃ শরীয়ত সম্মত তারা যদি কোন ওছিয়ত করে থাকে তা পুরন করা।
৬. কবর জিয়ারতঃ কোন কোন সময় তাদের কবর যিয়ারত করা ও তাদের গুনাহের মাগফিরাতের জন্য দোয়া করা।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
রাসুলুল্লাহ (সঃ) বলেছেন-কেয়ামতের দিন ছোট ছোট ছেলে-মেয়েদেরকে বলা হবে, " তোমরা বেহেস্তে প্রবেশ কর" তখন তারা বলবে, হে প্রতিপালক! যে পর্যন্ত আমাদের পিতা-মাতা জান্নাতে না যাবে (সে পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ করবেনা না)। অতএব তারা ফিরে আসবে। তখন মহান ও পরাক্রান্ত আল্লাহ বলবেন, "একি? আমি দেখছি তোমরা দেরি করছ, সত্তর তোমরা জান্নাতে প্রবেশ কর"।
তারা বলবে, 'হে প্রতিপালক! আমাদের পিতা-মাতা কোথায়? তখন আল্লাহ বলবেন,"তোমাদের পিতা-মাতাকে (সাথে) নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ কর।"
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৩