১. আপনার সামনে কেউ মোবাইল নিয়ে খেলছে কিনা ভাল করে দেখুন, নইলে কখন যে আপনার ছবি/ভিডিও তুলবে আপনি টেরও পাবেন না।
২. বউ/পরিবার-পরিজন নিয়ে কোন আবাসিক হোটেলে থাকতে চাইলে ভাল করে রুম চেক করে দেখবেন কোথাও ক্যামেরা আছে কিনা বিশেষ করে টয়লেটে।
৩. আপনজন ছাড়া কাউকে নিজের ভিডিও চিত্র/ছবি তুলতে দিবেন না।
৪. নেটে চ্যাট করলে নিজের আবেগকে কন্ট্রোল রাখবেন।
৫. অন লাইন প্রেম থেকে সাবধান থাকবেন, বিশেষ করে মেয়েরা।
৬. পার্কে বসে আড্ডা দেবার সময় খেয়াল রাখবেন কেউ মোবাইল থেকে ভিডিও করছে কি না, করলেও আপনি দেখতে পাবেন না কারন জুম ক্যামেরা দিয়ে অনেক দুর থেকে ভিডিও ধারন করা যায়। তাই হিসেব করে পথ চলুন।
৭. সাবধানতা অবলম্বন না করলে আপনরা ছবি/বা ভিডিও অনলাইনে চলে আসতে পারে কারন অনেকে আরেকজনকে হেয় করার জন্য কাজটি করে আসছে।
৮. বিয়ের অনুষ্টানে যে কেউ আপনার ছবি তুলতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন।
আর জীবন জীবনের জন্য, আমরাই একে সহজ করি, আবার আমরাই জটিল করি।