ভারতীয় সেবা (চিকিৎসা) বা পর্যটনের জন্য ভিসার আগের প্রস্তুতির জন্য "ই-টোকেন" একটা অন্যতম নাম । যেটা দেওয়ার নিয়ম ফ্রি
কিন্তু এই ফ্রিটা নিয়ে যে সিন্ডিকেট শুরু হয়েছে তার কি কোন খোঁজ খবর কি অর্থ মন্ত্রনালয় বা সরকারি সংস্থা জানে ???????
একটা বিশ্বস্থ সূত্রে জানা গেছে দৈনিক ভারতীয় দূতাবাস ২২০০ থেকে ২৪০০ অ্যাপ্লিকেশান ফ্রম বা ই-টোকেন ছাড়ে কিন্ত এটা পাওয়া এতটা সহজলভ্য নয়!!!
যদি কার পেতে হয় তাহলে গুন্তে হবে ৩০০০ থেকে ৪০০০ টাকা। যার থেকে সিন্ডিকেটের দৈনিক আয় (২২০০*৩০০০) বা ৬৬০০০০০ (ছেষট্টি লাখ টাকা)
এই টাকার কোন আয়কর নেই্, নেই কোন সরকারি হিসাব সম্পূর্ণ অবৈধ বা ব্ল্যাকমানি ।
এই ব্ল্যাকমানি বাংলার গ্লানি, রুখতে হবে সবার, ঝুঁকতে হবে সবার,
একটুও রক্ত যেন পানি না হয়ে যায় ।
"খামখেয়ালী"
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ দুপুর ১:২২