আমার শুরু থেকে এথন পর্যন্ত সব গুলো দিন কেটেছে স্বপ্ন নিয়ে । এই হব ত ঐ হব , এটা করব ত ঐটা করব, এখানে যাব ত ঐখানে যাব, তবু আমার ছুটে চলা থামে না । কথন ও লক্ষ্য গুলো কে মনে হয়েছে স্বপ্ন আবার সাফলতা গুলোকে স্বপ্ন পুরন তাহলে স্বপ্নটা আসলে কি ?????
আজ ও জানি না তাই হয়ত অনেক পিছিয়ে ।
যখন ঘুমিয়ে পরি সেই অচেতন মনের চিন্তা ভাবনা গুলো স্বপ্ন.... ? তা হলে জেগে জেগে মনের সব আকাঙ্খা গুলো ??? জানি সেগুলো ও স্বপ্ন । আর যদি কোন পরিকল্পনা ভেস্তে যায় বলব স্বপ্ন ভঙ্গ স্বপ্নের আরেক নাম যে স্বার্থ । জানি উদাসিনতা নিয়ে বিলাশিতা করছি । কষ্ট নেই যে তাই । আমার স্বপ্ন গুলো কখনও কখনও আমার না ..... যখন ভাল রেজাল্ট করার জন্য পড়ি তখন জানি যেভাবেই হোক মানুষকে মুখ দেখাতে হবে তাই পড়ি কখনই মনে হয়নি পড়াটা আমার স্বপ্ন বা তাকে ঘিরে অর্জন গুলো । তবু্ও রেজাল্ট আশানুরুপ না হলে স্বপ্ন ভঙ্গ ই ধরে নিয়েছি । যতই বড় হয়েছি নিজেকে বোকা বলে অনেক দুশেছি দেখ সবাই পেশা . ক্যারিয়ার নিয়ে কত সচেতন আমি ??? পিছিয়ে ।
কিন্তু কি হবে এত ঘুরে ??? তবু ঘুরে বেরাতে যে ভাল লাগে ।। হুম আর্থিক সিমা ছিল তবু আমার ভাল লাগে । এটা আমায় কোন সনদ বা সাফল্য দিবে না তবু ভাল লাগে । মাঝে মাঝে মনে হয় কেন বড় হলাম ??? আর প্রতিদিন মানুষের ব্যাস্ততা আমায় ভয় পাইয়ে দেয় । পারব ত এই কংক্রিট এ নিঃশ্বাস নিতে ?? আর স্বপ্ন কেনা বেচা যদি না করি ??? ছক এ জীবন বাধা ই থকবে জানি তবু পালানোর ব্যার্থ চেষ্টা চলবে । কারন অনুভুতি গুলো আমার সাখেই খাকে তাই ওদের নিয়ে নারা চারা করি । একদিন স্বপ হাড়িয়ে যাবে ...... তবু আমি থাকব । জীবিত বলে নিজেকে দাবী করব। ভালবাসব অনুভূতিকে , নিজেকে ।
ধন্যবাদ.......
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১১ রাত ১০:১৯