ঢাকা সেন্টার জেলে আসামিরা প্রত্যেকদিন সকালে একটা গান গায়। দলবেঁধে।শাস্তি স্বরুপ জম্মাদার তাদেরকে ডান্ডা দিয়ে পিটায়। যতক্ষণ না তারা মলমূত্র ত্যাগ করে । তারপরেও তারা গান গায়। গানটা নিচে দেওয়া হলঃ
সাগর বলাকা উড়ে ডানা মেলে আকাশে
আর কি পারব না মার কোলে ফিরিতে
কোন অপরাধে মা, কোন অভিশাপে
বাকীটা জীবন জেল খাটতে হবে (২ বার)
মা এর গর্ভ থেকে খালাস আমি পেয়েছি
জেল হাজত থেকে খালাস কি পাবো না?
কোন অপরাধে মা, কোন অভিশাপে
বাকীটা জীবন জেল খাটতে হবে।
লালবাগের ছয় চোরা জেলখানার হাজতখানা
কত মারপুত পইরা রইছে মিরপুর ভবখানা....(২বার)
কোন অপরাধে মা, কোন অভিশাপে
বাকীটা জীবন জেল খাটতে হবে।
সকালে দেয় একটা রুটি, বিকেলে দেয় ডাল ভাত
রাত্রে দেয় শাক-সবজি মা তাতে নাই মশলার স্বাদ।
কোন অপরাধে মা, কোন অভিশাপে
বাকীটা জীবন জেল খাটতে হবেরে মা
বাকীটা জীবন জেল খাটতে হবে।