খোদাই করে লিখে দিয়েছি সহস্র বছরের শিলালিপি,
গহীন থেকে গহীন ঘন জঙ্গলে প্রোথিত করেছি ফসিল,
চিহ্ন থেকে যাবে আমৃত্যু-পৃথিবীর, সর্বশেষ মুহুর্তেও
ঝাঁঝালো নেশার গন্ধ যেমন খোলামাত্র বোতলের ছিপি!
অভিব্যক্তিহীন নির্লিপ্ততার খোলস হয়ে যাবে ছাই ধুলি
প্রলয় নিনাদের মত ব্যথা ফুলে উঠবে হৃদ-সমুদ্রে
আছড়ে পড়বে সারা কপোল জুড়ে অশ্রুর হিন্দোল
অনুভূত হবে -সবুজের কষ্টে রক্তাক্ত সূর্যের মত গোধূলি!
(অসমাপ্ত..)
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬