এবারের ঈদের ছুটিতে মেয়ে কন্যাকে নিয়ে মালদ্বীপ গিয়েছিলাম। চোখে যা দেখেছি ছবিতে সেটা তুলে আনতে পারিনি বলে খারাপ লাগছে। আসলে এটা আমার দোষ না, এখনও এমন ক্যামেরা আবিষ্কার হয়নি যেটা দিয়ে যেটা দেখছি সেটাই তুলে আনতে পারতাম। তারপরেও সবার জন্য কিছু ছবি শেয়ার করতে ইচ্ছা হলো
ভেলাসারুতে নামার অভ্যর্থনা কক্ষ। এখানে স্প্রিড বোট ল্যান্ডিং করে।
নীল পানি, আমার কন্যা ও সারস পাখী
পানির উপর থাকার যায়গা, নাম দিয়েছে ওয়াটার বাংলো
আমার বউয়ের হাতে তোলা সেরা ছবি। আমি আর আমার কন্যা সমুদ্রের মাঝে দুরের একটি দ্বীপ দেখছি
চোখ থেকে থেকে চলে যায় নীল পানির দিকে। ক্যামেরার দিকে তাকানোর সময় কোথায়!!
সুইমিং পুল, মাঝে সৈকত, তারপরে সমুদ্র। তিনটার যুগল মিশ্রন ছবিটা অন্য মাত্রা যোগ করেছে।
এখানে এসে সবাই হারিয়ে যেতে চায় নীল পানিতে
নীল পানিতে মিশেছে নীল আকাশ, রুপালী বালুতে সবুজের উপস্থিতি
প্রানী না থাকলে সব ছবি আমার কাছে প্রাণহীন মনে হয়। আগের ছবিটা থেকে এই ছবিটা সারসের স্পষ্ট উপসস্থিতির কারনে ছবিটা প্রাণ ফিরে পেয়েছে বলে আমার কাছে মনে হয়।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৪