প্রতিবাদ জানাচ্ছেন মজিনা কাক্কু।
প্রতিবাদ জানাচ্ছেন হ্যান্ডসাম বাঙালী তরুনেরা।
প্রতিবাদে সামিল ভারতীয় অভিনেত্রী বিদ্যা বালান
প্রতিবাদী বিদেশী তরুনী
লুঙ্গী পরে জাতিসংঘের প্রতিনিধির কাছে প্রতিবাদলিপি পেশ করছেন পৃথিবীর শান্তির দূত মিয়ানমারের অং সান সুকী
চেক লুঙ্গী দিয়ে শার্ট বানিয়ে অভিনব প্রতিবাদ করছেন পৃথিবীর আর এক শান্তির দূত বাংলাদেশের গর্ব, গরীবের বন্ধু ড: ইউনুস
পিছিয়ে নেই শিশুরাও
রিকশা থামিয়ে দিচ্ছেন বারিধারার প্রবেশপথে (এইডা কিন্তু আসল)
ডেইলি স্টারের সংবাদের লিংকএখানে
যারা বাংলাদেশে আছেন তারা যোগ দিতে পারেন ফেসবুকের একটি ইভেন্টে লুঙ্গি পরে,রিক্সা চড়ে, বারিধারা গিয়ে পোড়াব প্যান্ট
সামুতে একটি লুঙ্গীয় পোস্ট
লুঙ্গীর উপরে একটি সচিত্র কর্মশালা
ইউটিউবে অসাধারন একটি লুঙ্গীর বিজ্ঞাপন
আমার একজন স্যারের (উনি একজন কবি) ফেসবুক স্টাটাস
‘লুঙ্গিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!’
কৃতজ্ঞতা স্বীকার: কয়েকজন ফেসবুক বন্ধু, সামু ব্লগারস, গুগল এবং আমি নিজে (পড়াশুনা বাদ দিয়া আকাইম্যা পোস্ট দিতেছি)
এরকম একটি সময়ে এই ফান পোষ্ট কারও মনে বিরক্তির উদ্রেক করলে ক্ষমাপ্রার্থী। পোষ্টটি 'কঠিন সময়ের একটি স্যাটায়ার' হিসেবে নিবেন আশা করি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭