১. বলপুল হচ্ছে গুগল ক্রোমের HTML5 মধ্যে গবেষণা থেকে পাওয়া এমন একটি বলের পুষ্করিণী যেখানে অগনিত বলগুলোকে আপনার কর্সারের সাহায্যে আলাদা করার মধ্য দিয়ে আনন্দ লাভ করতে পারবেন।
SINUOSOS
২. ক্যানভাসের সাহায্যে বানানো এই খেলাটি আপনার মাউসের সাহায্যে খেলতে পারবেন।
BAKEMONO
৩.জাভা ল্যাংগুয়েজ দিয়ে প্রোগ্রাম করা হয়েছে এই ব্যাকেমনকে। ব্যাকেমন হচ্ছে জাপানীজ মনস্টার বা দৈত্য।
BLOB
৪.ব্লোব।
MAGNETIC
৫.দুইবার ক্লিকের মাধ্যমে আপনার সমগ্র মনিটরের পর্দায় চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করতে পারবেন ।
TRAIL
৬.আপনার কর্সার এদিক সেদিক নড়ালে একগুচ্ছ রঙের লাইন কার্সারকে অনুসরণ করবে।
PARTICLE DEPTH
৭.এখানে কর্সারের সাহায্যে কণাগুলো নড়াচড়া বা সরাতে পারবেন।
PARTICLE
৮.আপনার কর্সরদিয়ে কনাগুলোকে চেপে ধরে জটলা আকারে একটা বুদ্বুদ-শৈলী জুম বানিয়ে ফেলুন।
WEBGL WATER
৯.এখানে পানিতে বল আকৃতির যে সাদা জিনিসটি রয়েছে কর্সরের সাহায্যে সেটা নাড়িয়ে বিনোদন লাভ করতে পারবেন।
TRAVELING WAVEFRONTS
১০..HTML এর আকর্ষনীয় এক আবহের সঙ্গে খেলুন।
LIGHTS
১১.লাইট
ENDLESS FOREST
১২.অবিরাম অরণ্য। চলছে তো চলছে, কোনো শেষ নেই । আপনিও এ ভাবে ছুটে চলার ভেতর দিয়ে আনন্দ উপভোগ করুন ।
CIRCLE GAME
১৩.সার্কেল গেম
BIG BANG
১৪.বিগব্যাংগ
LORENZ ATTRACTOR
১৫.এটি একটা চমৎকার পরীক্ষা যার মাধ্যমে আপনি স্থিতিমাপ বা পরামিতি পরিবর্তন করে বিভিন্ন রঙের ঢেউ দেখতে পারবেন।
ORIGAMI
১৬.মজার অ্যানিমেশন।
ATRRACTORS TRIP
১৭.এটি অতিমাত্রায় বাঞ্ছনীয়, যাকে বলে গ্রেট ! বিমূর্ত বিশ্বে ভ্রমন করে প্রশান্তি লাভ করুন।
GOOGLE GRAVITY
১৮.গুগল গ্রাভেটি
CANVAS RIBBON
১৯.ক্লিকের সাহায্যে ভিন্ন ভিন্ন ক্যানভাস সৃষ্টি করে মজা উপভোগ করুন।
CHECKBOXES BALL
২০.চেকবক্সে মজার অ্যানিমেশন।
CHECKBOXES PAINTER
২১.চেকবক্সে অঙ্কন চর্চা করুন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১২ সকাল ৮:৩২