সন্ধ্যা নামেনি এখনো
তুমি ডাকোনি বলে
সেই সন্ধ্যা নামেনি এখনো,
জানো, সন্ধ্যা নামেনি আমার পৃথিবীতে!
অগুনতি পাখী ফিরেছে নীড়ে
অথচ, হয়নি আমার ফেরা!
ধূ ধূ চরে আমি এখনো বড্ড একা।
অনেক বেলা গেছে বয়ে, অগোচরে,
কিন্তু, সময় যে আমার কাটেনি!
দেখি স্রোত অনেক, ভেঙ্গেছে পাড়,
আমি অকূল, কাটিয়ে দেই কিছু শুনবো বলে -
আমি আকুল, কিছু শোনাবে ভেবে!
এইতো সে তুমিই? না - কি?
কখন যেন বলেছিলে - এসো, এক সন্ধ্যায়।
হায়!
জানো? সেই থেকে -
সন্ধ্যা নামেনি আমার এ ভুবনে!
সন্ধ্যা নামেনি আমার পৃথিবীতে!!
ছবি : অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫০