তুমি অমন করে গ্রহণ করেছো
বীণা বিনা সূর কী উঠে প্রেম কাননে,
ওগো এসো - বাজাও সখী অকাতরে -
বাজাও বীণ- তারো লাগি - যারে রাখিয়াছো অন্তঃরীণে।
গহন গহীনেরো তারে লও তুলি,
করো প্রকাশিত-প্রষ্ফুটিত,
মঙ্গলালোকে করো উদ্ভাসিত -
অন্তরো অন্তর্যামি - তাহারে করো উদ্ভাসিত।
মম মন ন জানে, কেবা নিত্য বসত গড়ে
তোমারো হিয়ারো মাঝারে,
আপনারে খুঁজে ফিরি আমি
অথৈ নীল সরোবরে।
তুমি অমন করে গ্রহণ করেছো
আমারো সব - চন্দ্র যেমন করে,
তুমি চন্দ্রাবতী - অমরাবতী
আমার ষোড়শী নদী - লজ্জাবতী,
আমি বৃত্তবন্দী, সদা ঘুরি, কী এক ঘোরে।।
ছবি: নেট থেকে।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩১