এক বুক চুমোতে স্নান করো,
মুছে নাও সযতন শরীর তোমার -
ভালোবাসার তোয়ালেতে - সফেদ আর কোমল তুলতুলে।
শুকিয়ে নাও তোমার এলো চুল
ষ্পর্শের ষ্পর্ধিত পরশে।
গুঁজে দাও একটা টকটকে লাল জবা
ভালোবাসাদের যেখানে অবাধ বিচরন।
রোদ চশমায় ঢেকে দাও পৃথিবী
আর কেউ যেন তোমায় না চিনে - এক আমি আর ঐ ঈশ্বর ছাড়া।
চলে যাও ঝাউবন সমুদ্রের কাছে
বিলিয়ে দাও অকাতরে 'ভাল লাগেনা'-দের।
সমুদ্রেরও ভাল লাগেনা 'ভাল লাগেনা'-দের
তারপরও বুকে নেয় দিনের সূর্য্যাস্ত, দেখো,
তারপরও বুকে নেয় কত লোনা জল।
তোমার মন ভালো হবে, বাঁচবে আনন্দে - আহ্লাদে - ননাইয়ে,
"আমার কিছু ভালো লাগছে না " সমুদ্রই বয়ে নেবে।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩