ভালোবাসা খুব মধুর হয় কিন্তু এই ভালবাসার সাথেই ওতপ্রোত ভাবে জড়িত দুঃখ-কষ্ট, পাওয়া- না পাওয়ার বেদনা। তারপরও মানুষ প্রতিনিয়ত ভালবাসার পিছনে ছুটছে, ছুটবেই কেননা ভালবাসা ছাড়া যে বেঁচে থাকা মূল্যহীন।
আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব সাইকোলজিক্যাল ড্রামা ও রোমান্টিক মিস্ট্রি ঘরনার হলিউড মুভি "Wicker Park (2004)" মুভিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন অভিনেতা Josh Hartnett (ম্যাথু), অভিনেত্রী Rose Byrne, ন্যাশনাল ট্রেজার খ্যাত Diane Kruger (লিসা) সহ আরও অনেকেই। মুভিটি ১৯৯৬ সালের মুক্তি পাওয়া শেক্সপীয়ারের টুয়েলফথ নাইট অবলম্বনে তৈরি, মনিকা বেলুচ্চি ও ভিনসেট ক্যাসেল অভিনীত ফরাসী মুভি The Apartment (1996) এর রিমেক। মুভিটির আইএমবি রেটিং ৭/ ১০ আমার কাছে যথার্থই মনে হয়েছে।
ম্যাথু শিকাগোতে অ্যাডভারটাইজিং কোম্পানিতে এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন। ম্যাথুর বর্তমান ভালবাসার মানুষ সে কোম্পানিরই মালিকের বোন "রেবেকা" যার হাত ধরে সে বিজ্ঞাপন কোম্পানিতে যোগদান করে এবং নিজের পেশাদারী জীবনের স্বপ্ন পুরনের কাছাকাছিতে তার অবস্থান। বিজিনেস ট্রিপে চীনে যাবার আগে একটি রেস্টুরেন্টে মিটিং করার সময় ঘটনাক্রমে তার মনে হতে থাকে তার ভালবাসার মানুষ লিসাকে সে দেখেছে যাকে সে হারিয়ে ফেলেছিল দুইবছর আগে। সেইদিনই রেস্টুরেন্টের বাইরে তার বন্ধু লুকের সাথে ম্যাথুর দেখা হয়। ম্যাথু লুকের সহায়তায় সেইদিন থেকেই খুজতে থাকে লিসাকে। খুজতে গিয়ে লিসার ফ্ল্যাটে তার সাথে দেখা হয় আরেকটি মেয়ের যে নিজেকে লিসা নামে পরিচয় দেয়। কে সেই লিসা? কেনইবা তার কাছে দুইবছর আগের হারানো ভালবাসার মানুষ লিসাকে উপহার দেওয়া জুতা জোড়া পরে আছে। দুই বছর আগে এমন কি হয়েছিল যে লিসা তাকে ছেড়ে চলে যায়? নিজেকে লিসা নামে পরিচয় দেয়া মেয়েটি কি পারবে আসল লিসার সন্ধান দিতে?
আশা করি মুভিটি আপনাদের খুব ভাল লাগবে ঈদের মুভি মেন্যুতে মুভিটি রাখলে মন্দ হবে না।
আজ এই পর্যন্তই। ভাল থাকুন ও সুস্থ থাকুন। সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছাও অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম