খুব শীগ্রই, বাংলা সিনেমার পাশাপাশি আমাদের দেশে ভারতীয় সিনেমাও প্রদর্শিত হবে। সেটি ভালো কি মন্দ হবে, আমি এখনি তা বুঝতে পারছি না। সব কিছুর ভালো মন্দ দুইটা দিক আছে। মন্দের পরিমান বেশি হলেই তা বর্জনযোগ্য। যদি ভারতীয় চ্যানেলের কথা বলে থাকি তাহলে বলতেই হয় ওরা আমাদের সংস্কৃতিকে তিলে তিলে ধ্বংস করে ফেলছে।
গতকালের প্রথম আলো তে যদি অভিনেতা মাহফুজের সাক্ষাৎকার যদি পড়েন তাহলে বুঝার কথা দেশের নাটকের অবস্থা কেমন। আমি নিজেও দেখতে পারছি না। কারন, বাসার টিভির সামনে গেলেই দেখি জি টিভি, স্টার জলসা চলছে। পার্থক্য একটাই, আগে সবাই সনি, স্টার প্লাস দেখতো আর এখন ভারতীয় বাংলা চ্যানেল। কিন্তু কি শিখছে??? শিখছে কেমন বউ শাশুড়ির পিছনে লাগবে কিংবা শাশুরি বউয়ের পিছনে লাগবে। কে কার ক্ষতি করবে এইসব। আপনি হয় তো ভাবছেন, ভালোই তো কে কার পিছে লাগলো আমার দরকার কি?? আমি দেখলেই তো হয়। কিন্তু এইযে পিছে লাগালাগি আপনার মানসিকতা দিনের পর দিন অসুস্থ করে ফেলছে তা আপনিও বুঝতে পারবেন না। আপনাকে করে তুলছে সন্দেহপ্রবণ এবং সুচালোভাবে অন্যের ক্ষতি করার পারদর্শী। আপনার মাঝে ধীরে ধীরে ঈর্ষা নামক সামাজিক ব্যাধি ঢুকিয়ে দেয়া হচ্ছে। হয়তো আপনার মধ্যে পরিবর্তন খুব ফেলছে না, কিন্তু আপনার ছোট ভাই-বোন কিংবা যাদের বয়স অল্প তাদের মধ্যে এর প্রভাব খুব ভালো মতনই পড়বে। মনে রাখবেন, সমাজ সংস্কৃতি খুব দ্রুত পাল্টাই না, যাদের বয়স এখন অল্প তারাই বড় হবার সাথে আমাদের সমাজ সংস্কৃতি চিন্তা ধারা ধীরে ধীরে পাল্টাবে।
আপনি কি মনে করেন না, ভারতীয় আগ্রাসনের জন্য সরকারের পাশাপাশি আমাদের দেশের চলচিত্র ও নাট্য শিল্পে জড়িত ব্যাক্তিরাও দায়ী। তারা আমাদের কি দিতে পেরেছেন বলতে
পারবেন?? আমাদের দেশে নির্মিত অধিকাংশ চলচিত্র, ভারতীয় চলচিত্র থেকে নকল কিংবা অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত। চলচিত্রে নেই ভালো গল্প কিংবা নির্মাণশৈলতা। ১৯৯০ - ২০০০ মাঝামাঝি সালে নির্মিত নাটক ও ২০০০ সালের পরবর্তীতে নির্মিত নাটক গুলোতে বিস্তর ফারাক। ভালো গল্পের নাটক দেখাই এখন ভাগ্যের ব্যাপার। বিস্তারিত নাই বললাম।
মেধাবান চলচিত্রকার ও নাট্যকারদের জায়গায় আজ মেধাহীন চলচিত্রকার ও নাট্যকাররা আমাদের চলচিত্র ও নাট্য শিল্পকে নিয়ন্ত্রণ করছে। তারা সাধারন দর্শকদের অনেকটা ইচ্ছাকৃত ভাবেই এইসব গেলানোর চেষ্টা করছেন, বাধ্য করছেন কিন্তু বার বার এইসব অখাদ্য দেখার পর দর্শকরা সব বমি করে দিচ্ছে। তাছাড়া আছে বিজ্ঞাপনের অত্যধিক অত্যাচার। এই সকল কারনে সাধারণ দর্শকরা ভিন্ন সংস্কৃতির সিনেমা, মেগাসিলিয়ালের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে দিন দিন।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২