কারো জীবনে ভালবাসা আশীর্বাদ আর কারো জীবনে ভালবাসা দুর্ভাগ্য বয়ে আনে। আমার জীবনে কি এনেছে সেটা আমি আজও বুঝতে পারিনি।
কাউকে ভালবাসায় কি খুব কষ্ট পেতে হয়? আমার জানা নেই। যেদিন থেকে আমি তাকে দেখেছি তখন থেকেই তার প্রতি আমি দুর্বল হতে থাকি। বলা যেতে পারে লাভ এট ফার্স্ট সাইট!! কিংবা প্রথম দেখাতে ভালবেসে ফেলা। তার সাথে অল্প কিছুদিনের মধ্যেই মোবাইলে কথা বলা.......... ভালোই যাচ্ছে।
আমি যখন ছোট ছিলাম বলা যেতে পারে যখন আমার বয়স ৬ কি ৭ তখন আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা হয়। ডাক্তারের ভুল চিকিৎসার শিকার হয় আমি। চট্টগ্রাম মেডিকেলের শিশু ডাক্তার ডাঃ শাহাদাত হোসেন আমার চিকিৎসা করেছিলেন। আমার টাইফয়েড হয়েছিলো কিন্তু ডাক্তার আমাকে ম্যালেরিয়ার ঔষুধ খেতে দেন। যা হবার তাই হয়, সাইড এফেক্টে আমার দুই পা অবশ হয়ে যায় পরে ঠিক হলেও আমাকে খুড়িয়ে হাঁটাচলা করতে হয়। শুনেছি বাইরের দেশে ভালো চিকিৎসা আছে, হয়তো ভালো হয়ে যেতেই পারে কিন্তু সে বাইরের দেশে যাবার মত সামর্থ্য আমার তো নেই। কি আর করা, নিজের দুর্ভাগ্য কে মেনেই নিলাম, এছাড়া তো আমার কোন পথ নেই। মাঝে মাঝে খুব কান্না পায় কিন্তু কানতে পারি না। কেঁদে কি হবে? কান্না করে তো আর সমস্যার সমাধান করা যাবে না।
সেই ভালবাসার মানুষের সামনে আমি যেতে পারি না। যদিও সে আমার খুব কাছে। তাকে দেখা দেবার সাহস আমার নেই। জানি সে দেখলে আমাকে সে কখনোই মেনে নিবে না। হয়তো উপহাস করবে কিংবা করুনা। কিন্তু আমিতো কারো করুনার পাত্র হতে চাইনি, চাইনা।
প্রতিদিন যখন ঘুমাতে যাই, তখন আল্লাহের কাছে দুয়া করি আমার পা যেন ভালো করে দেন। মনে মনে ভাবি হয়তো ঘুম থেকে উঠেই দেখবো আমি অন্য আর একটা ছেলের মত সুস্থ ভাবে হাঁটাচলা করতে পারছি। তখন আমি তাকে দেখতে যাবো, আমি জানি, সে আমাকে কখনোয় ফিরিয়ে দিবে না। আমার মত কেউ তাকে ভালবাসতে পারবে না। কখনোই না।