মুভি তো আমরা সবাই দেখি। কেউ দেখে রোমান্টিক, কেউ থ্রিলার কিংবা হরর, ড্রামা ইত্যাদি। আবার কিছু মুভি আছে যা আপনাকে ভালো লাগার একটা অনুভূতি দিয়ে যাবে, দিয়ে যাবে জীবনকে নতুন করে চেনার ইচ্ছে, আপনার আশে-পাশের মানুষকে নিয়ে ভাবার কিছু সময়, জীবনে চলার পথে হাজারো অভিজ্ঞতা, ভালোলাগা-মন্দলাগার পরশ, সেই সাথে অপরকে জানার তাড়না।
হুম... আর কথা বাড়াচ্ছিনা। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো ভারতের কলকাতার মুভি "চলো Let's Go [২০০৮]" (http://www.imdb.com/title/tt1398391/)
পরিচালনা করেছেন অঞ্জন দত্ত। অভিনয়ে আছেন রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই
গল্পটা শুরু চার বন্ধু হরি, শেখর, আসীম, সঞ্জয় কে নিয়ে। তারা চার জনেই স্কুল কালের বন্ধু। চার জনের মধ্যে আসীম একমাত্র উপার্জনক্ষম। সে পেশায় ডাক্তার। শিক্ষাজীবন শেষ করে তারা যখন বাস্তবজীবনের পথে পথ চলা শুরু করলো তখন তারা নিজেরাই জানে না তাদের ভবিষ্যৎ কি কিংবা কেমন। তারা চার জনে মিলে প্রথমে শুরু করে বাংলা ব্যান্ড। হরি ছিল তাদের প্রধান ভোকাল। জীবনের প্রথম পারফরমেন্সে তারা দর্শকের এমন ঝাড়ি খেয়েছিল যে ওখান থেকেই তাদের বাংলা ব্যান্ড কে কবর দিয়ে দিতে বাধ্য হল। তারপর তারা ট্রাবেলিং এজেন্সি খুলে যার নাম “ঘরোয়া ট্রাবেলস”। তারা ৯ জন প্যাসেঞ্জার কে তাদের “ঘরোয়া ট্রাবেলস” এর প্রথম যাত্রা শুরু করে কালিম্পুরের উদ্দেশে । চলার পথে তাদের সাথে “রিয়া” নামের একটা মেয়ে জয়েন করে। ভিন্ন ভিন্ন ক্যারেকটারের ১০ প্যাসেঞ্জারের সাথে ৪ বন্ধুর যাত্রা আর এইভাবে গল্পের শুরু...... শেষটা না হয় নিজেই দেখে নিবেন।
আইএমবিডি রেটিং : ৪.৭/১০
আমার রেটিং : ৭/১০
ডাউনলোড লিঙ্কঃ আমার কাছে আপাতত জানা নেই।
ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম